শেরপুর জেলা জাসদ জ্বালানি তেলের ও সারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে। ১০ আগস্ট বুধবার বেলা ১১টার সময় জেলা জাসদের উদোগে ডিসি অফিসের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিশেষ করে ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি গণপরিবহন, কৃষি সেচসহ সামগ্রিক অর্থনীতি ও উৎপাদন মারাত্মক নেতিবাচক ও ক্ষতিকর প্রভাব ফেলবে। এর ফলে জনজীবনে দুর্ভোগ ও দুর্দশা বহুগুণ বেড়ে গিয়ে নাভিশ্বাস উঠবে। বক্তারা বিভিন্ন খাতে অপচয়, লুটপাট, দূর্নীতি কঠোর হস্তে দমন করে, রাষ্ট্রীয় অর্থসম্পদ লুটপাট-দূর্নীতি-ভোগ-বিলাশ অপচয় বন্ধ করে ডিজেল, কেরোসিন, গ্যাস, নিত্যপন্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য সরকারের কাছে দাবী জানান। জেলা জাসদের সভাপতি মনিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা জসদের সাধারণ সম্পাদক আবুল হোসেন আবু জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক শহর জাসদের সভাপতি আসাদুজ্জামান লায়ন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
৩ ঘন্টা ১৫ মিনিট আগে
২ দিন ১৪ ঘন্টা ১৩ মিনিট আগে
৩ দিন ১৭ ঘন্টা ১৪ মিনিট আগে
৫ দিন ১৩ ঘন্টা ১৪ মিনিট আগে
৭ দিন ৫ ঘন্টা ২৭ মিনিট আগে
৭ দিন ১৪ ঘন্টা ২৭ মিনিট আগে
৭ দিন ১৬ ঘন্টা ৩ মিনিট আগে
৮ দিন ৪ ঘন্টা ৪৩ মিনিট আগে