শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, মহিলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে ছিল, জাতীয় ও কালো পতাকা অর্ধনমিত উত্তোলন, কালো ব্যাজ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শোক র্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল। ১৫ আগস্ট সোমবার বিকেলে ঐতিহাসিক আমতলা (দলীয় কার্যালয়ের) সম্মুখে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আলহাজ্ব একেএম ফজলুল হক চাঁন। উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সভাপতি শ্রী বিশ্বজিৎ রায়ের সভাপতিত্বে ও প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলনের সঞ্চালনায় এসময় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ফকির সাইফুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, আওয়ামীলীগ এর সাবেক সংসদ সদস্য এমএ বারীর পুত্র আওয়ামীলীগ নেতা মোহসিনুল বারী রুমি, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক ও জেলা পরিষদের সাবেক সংরক্ষিত সদস্য আয়শা সিদ্দিকা রুপালী, মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, যুবলীগ নেতা রকিবুল ইসলাম রুকনসহ আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভায় পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম ও উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীগণ অংশগ্রহণ করেন। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে দুঃস্থদের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়।
৩ ঘন্টা ১২ মিনিট আগে
২ দিন ১৪ ঘন্টা ১১ মিনিট আগে
৩ দিন ১৭ ঘন্টা ১১ মিনিট আগে
৫ দিন ১৩ ঘন্টা ১১ মিনিট আগে
৭ দিন ৫ ঘন্টা ২৫ মিনিট আগে
৭ দিন ১৪ ঘন্টা ২৫ মিনিট আগে
৭ দিন ১৬ ঘন্টা ০ মিনিট আগে
৮ দিন ৪ ঘন্টা ৪০ মিনিট আগে