২০০৪ সালের ২১শে আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার প্রতিবাদে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ আগস্ট রবিবার বিকেলে আলোচনা সভায় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ২০০৪ সালের ২১শে আগস্ট নারকীয় হত্যাকাণ্ডে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। নেতারা বেগম আইভি রহমানসহ নিহত ২৪ জন নেতাকর্মীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। নেতৃবৃন্দ বলেন, ২১শে আগস্টের ঘটনাপ্রবাহের কালো থাবা বাংলাদেশের রাজনীতিকে আরেকবার বিভক্ত করেছে। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আইনের শাসনের যে নজির স্থাপিত হয়েছে, বাংলাদেশের মানুষ তা যুগে যুগে স্মরণ করবে বলে উল্লেখ করেন বক্তারা। কেন্দ্রীয় কমিটি কর্তৃক প্রস্তাবিত উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রী বিশ্বজিৎ রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য এমএ বারীর পুত্র মোহসিনুল বারী রুমি, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক আয়শা সিদ্দিকা রুপালী, যুবলীগ নেতা রকিবুল ইসলাম রুকন, হাসানুজ্জামান হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ ও মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ অংশ নেন। আলোচনা শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
৩ ঘন্টা ১০ মিনিট আগে
২ দিন ১৪ ঘন্টা ৮ মিনিট আগে
৩ দিন ১৭ ঘন্টা ৯ মিনিট আগে
৫ দিন ১৩ ঘন্টা ৯ মিনিট আগে
৭ দিন ৫ ঘন্টা ২২ মিনিট আগে
৭ দিন ১৪ ঘন্টা ২২ মিনিট আগে
৭ দিন ১৫ ঘন্টা ৫৮ মিনিট আগে
৮ দিন ৪ ঘন্টা ৩৮ মিনিট আগে