ভারত বাংলাদেশ যুব মৈত্রী পরিষদ মুর্শিদাবাদ জেলা শাখার কমিটি গঠন করা হয়ছে। গতকাল শনিবার ভারতের পশ্চিমবঙ্গর মুর্শিদাবাদ জেলার বহরমপুরের রবীন্দ্রসদন এই কমিটি গঠন ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বেলা ১১ টা ৪৫ মিনিট ভারত বাংলাদেশ যুব মৈত্রী পরিষদ কেদ্রীয় কমিটির সভাপতি হাসিবুর রহমান রিজু ও সাধারণ সম্পাদক সামনাথ স্যানাল পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে কেদ্রীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত বাংলাদেশ যুব মৈত্রী পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পশ্চিমবঙ্গ মহিলা কংগ্রসের সভানেত্রী সুব্রতা দত্ত, মুর্শিদাবাদ জেলার হাতমুল ইসলাম, মুর্শিদাবাদ জেলার জর্জ কার্ট এ্যাসাসিয়েশনের সভাপতি আবু বক্কর সিদ্দিকি, বিশিষ্ঠ চিকিৎসক ডাঃ রবি শঙ্কর প্রসাদ রবি, ড. নির্মল সাহা।
অনুষ্ঠান সম্প্রীতির উপর বক্তব্য রাখেন লাক সংহতি গবেষক এবং বিভিন্ন গ্রর প্রবণতা, বহররম কষনাথ কলেজের সাবেক অধ্যাপক ড. শক্তিনাম ঝা।
আয়াজকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইউসিটিসি’র অধ্যাপক ডাঃ গোপাল চদ্র পাল। অনুষ্ঠানে অতিথিদেরকে আয়াজকদের পক্ষ থেকে উত্তারীয় ও ক্রেস্ট প্রদান করা হয়।
ভারত বাংলাদেশ যুব মৈত্রী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসিবুর রহমান রিজু ও সাধারণ সম্পাদক সামনাথ স্যানাল তাদের বক্তব্য এই কমিটির উদ্দশ্য ও লক্ষ্য সম্পর্ক উপস্থিতিদের মাঝে বক্তব্য তুলে ধরেন। আলাচনা সভা শেষে কদ্রীয় কমিটির নেতৃবৃন্দরা মুর্শিদাবাদ জেলা শাখার কমিটি ঘাষণা করেন। কমিটিতে ড. গৌতম কুমার ঘোষ সভাপতি, বিমানশাকে সাধারণ সম্পাদক করা হয়। পরে এক মনাজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।