সিরাজগঞ্জ পৌর এলাকা মিরপুর উওরপাড়া জামে মসজিদে তৃতীয় তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ জানুয়ারি ২০২৪)( ৫ মাঘ,১৪৩০ বাংলা ৭ রজব ১৪৪৫ হিজরী, বাদ আসর থেকে মিরপুর হাজীপাড়া উওর জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজনে তৃতীয় বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরপুর উওর হাজীপাড়া বিশিষ্ট ব্যবসায়ী মো. আবু সিদ্দিক মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনও ইমান ও আমল সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য ফরমান মিরপুর উওর হাজীপাড়া বিশিষ্ট সমাজসেবক মো. আব্দুল আজিজ সেখ, ওয়াজ মাহফিল অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে এহকাল পরকাল ও কিয়ামত ও নামায সম্পর্কে ওয়াজ ফরমান শেরপুরী গাজীপুর বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন মুফতী বশির উদ্দিন শেরপুরী। মাহফিলে দ্বিতীয় বক্তা হিসেবে ওয়াজ ফরমান, ডুবাইল কেন্দ্রীয় জামে মসজিদ টাংগাইলের মুহতামিম, ডুবাইল নূরানী মাদরাসা ও খতিব ক্বারী মাওলানা মো. আব্দুল্লাহ আনসারী, তৃতীয় বক্তা হিসেবে ওয়াজ ফরমান, চর রায়পুর আমতলা জামে মসজিদ সিরাজগঞ্জের পেশ ইমামও খতিব হযরত মাওলানা মো. আব্দুল মালেক, চতুর্থ বক্তা হিসেবে ওয়াজ ফরমান মিরপুর উওর হাজীপাড়া জামে মসজিদের পেশ ইমামও খতিব হযরত মাওলানা মুফতি মো. ইমরান হোসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজগঞ্জ পৌরসভা মো. জাহাঙ্গীর আলম ভুট্টু, ১১ নং ওয়ার্ড হোসেনপুর বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. আব্দুস সালাম, মিরপুর উওর হাজীপাড়া বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুস সালাম, মিরপুর উওর হাজীপাড়া বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মো. রকিবুল হাসান, এছাড়াও সার্বিক ভাবে মাহফিল পরিচালনা করেন, মির্জা মো. মাসুদ রানা, মো. আব্দুল আলীম ময়না, মো. নুরুল ইসলাম, মো. ছানোয়ার হোসেন, মো. সুমন সেখ, মো. মোস্তফা শেখ, মো. বেলাল হোসেন, মো. ইসমাইল হোসেন, মো. ইউসুফ আলী, কাজি মো. মাসুদ, মো. মাহিবুর রহমান, আব্দুল হাকিম, মো. মহাইমিনুল ইসলাম, মো. হীরু, মো. হীরা, মো. মিল্লাত, মো. আরিফুল ইসলাম, মো. মুসা, মো. রোকন, শাহীন, ও এছাড়াও আরো মাহফিলে স্বেচ্ছাসেবক হিসেবে ছিলেন, মো. মুবিন ইসলাম, মাহিম আহমেদ, ইয়ামিন হাসান মুগ্ধ, মো. হুযাইফা শেখ, সিয়াম, লিমন শেখ, তায়্যাইব প্রমূখ,
উল্লেখ্য ঃ মিরপুর উওর হাজীপাড়া জামে মসজিদে তৃতীয় তম, বার্ষিক ওয়াজ মাহফিলে মহিলাদের পর্দার সহিত বসার সু- ব্যাবস্থা করা হয়। ও মাহফিলে মোনাজাত শেষে তবারকের ব্যাবস্থা ছিল। মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বলা হয় তারা প্রতি বছরে এ মাহফিল চালিয়ে যাবে বলে জানান।
৮ ঘন্টা ৩৪ মিনিট আগে
৮ ঘন্টা ৫১ মিনিট আগে
১ দিন ৯ ঘন্টা ২২ মিনিট আগে
১ দিন ১০ ঘন্টা ৩২ মিনিট আগে
১ দিন ১১ ঘন্টা ৪৪ মিনিট আগে
২ দিন ৭ ঘন্টা ৪৭ মিনিট আগে
৫ দিন ৬ ঘন্টা ২৪ মিনিট আগে
৬ দিন ১১ ঘন্টা ৩৯ মিনিট আগে