কথায় আছে ‘কারো পৌষ মাস, কারো সর্বনাশ’। শীতকাল ধনীদের কাছে অনেক সুখকর সময় মনে হলেও দুস্থ অসহায় মানুষের কাছে সর্বনাশই। কারণ, শীতকাল এলেই ধনী বা মধ্যবিত্তরা মধ্যে বাহারি ডিজাইন ও নানা রঙের শীতের পোশাক কেনার ধুম পড়ে যায়। আর যাদের সামান্য একটি শীতের পোশাক কেনার সামর্থ্য নেই, তাদের কাছে শীতকাল মানেই সর্বনাশ।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ৯ টায় সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলা ভদ্রঘাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে শিতার্ত ও অসহায় পরিবারের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ১নং ভদ্রঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ ও কামারখন্দ- ২ আসনের জাতীয় সংসদ সদস্য ড.জান্নাত আরা হেনরী। তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ থেকে এখন আমরা সবাই মিলে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের জন্য কাজ করছি। সিরাজগঞ্জ ও কামারখন্দ আসনের সকল উন্নয়ন চলমান রাখতে সব সময় নিজেকে বিলিয়ে দিবো। আমি সবার সহোযোগিতায় কাজ করতে চাই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কামারখন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস. এম শহীদুল্লাহ সবুজ, কামারখন্দ উপজেলা অফিসার শাহীন সুলতানা,
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান দুদু সহ কামারখন্দ উপজেলা আওয়ামী লীগ সহ ইউনিয়ন আওয়ামীলীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ অন্যান্য নেতৃবৃন্দ।
৬ ঘন্টা ৫০ মিনিট আগে
৩ দিন ৫ ঘন্টা ২৭ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ৪২ মিনিট আগে
৮ দিন ১১ ঘন্টা ২৮ মিনিট আগে
১০ দিন ৯ ঘন্টা ০ মিনিট আগে
১১ দিন ১০ ঘন্টা ৩২ মিনিট আগে
১১ দিন ১১ ঘন্টা ২৮ মিনিট আগে
১৫ দিন ৮ ঘন্টা ৮ মিনিট আগে