ইসরায়েলি হামলায় ছিন্ন-ভিন্ন হয়ে যাচ্ছে গাজাবাসীর দেহ আদমদীঘিতে ভ্রাম্যমান আদালতে পাঁচ মাদকসেবীকে জেল-জরিমানা ঝিনাইগাতীতে মেলায় জুয়ার আসর উচ্ছেদে যাওয়ায় পুলিশের ওপর হামলা চিলাহাটিতে ধর্ষকের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন শাজাহানপুর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮ মণ পলিথিন জব্দ !!! চৌদ্দগ্রাম হোটেল টাইম স্কয়ার এবং হোটেল তাজমহলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান. কাঠের জীপ গাড়ি তৈরি করে তাক লাগিয়েছন অভয়নগরের আসলাম হোসেন ডোমারে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১ ফিলিস্তিনিদের পক্ষে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের সংহতি প্রকাশ, ক্লাস-পরীক্ষা বন্ধ শ্যামনগরে এসএসসি পরীক্ষার প্রস্তুতি সভা ইসলামপুরে যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া নেওয়ায় ইউএনওর অ্যাকশন নাগেশ্বরীতে দুধকুমার নদীতে গোসল করতে গিয়ে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ রাজবাড়ীতে ৭৫ পুড়িয়া হেরোইন সহ মাদকারবারি গ্রেফতার। রেমিট্যান্সে নতুন রেকর্ড, মার্চে এলো ৩২৯ কোটি ডলার ক্ষেতলালে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বাংলাদেশকে দেখার নেশায় ছুটছেন কুবির রাফি গাজায় নৃশংস হামলার প্রতিবাদে ক্লাস পরীক্ষা বন্ধ রাখার ঘোষনা: তিতুমীরের শিক্ষার্থীদের । লাখাইয়ে গ্রামের যুবমহল স্মার্টফোনের ছোঁয়ায় আজ ধ্বংসের প্রান্তে। গোয়ালন্দে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন শান্তিগঞ্জে মাসব্যাপী কোরআন প্রশিক্ষণ পরবর্তী পুরস্কার বিতরণ ও বিদায় অনুষ্ঠান

হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও মুজিব কর্ণার উদ্বোধন

হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও মুজিব কর্ণার উদ্বোধন

মো. হোসেন আলী (ছোট্ট) সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী  বিদ্যাপীঠ হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মুজিব কর্ণার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল সোমবার ( ১২ জানুয়ারি ২০২৪) সকাল ৯ টায় হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে জাতীয় সংগীত৷, জাতীয় পতাকা, ও ক্রীড়া অলিম্পিক ও বেলুন উড়িয়ে এর শুভ  উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি  সিরাজগঞ্জ সদর কামারখন্দ ২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী।   

পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মুজিব কর্ণার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি মো. সুলতান মাহমুদ এর সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পৃষ্ঠপোষক  আব্দুল্লাহেল অফি, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে  দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর কামারখন্দ ২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী। 

অনুষ্ঠানের প্রধান অতিথি তিনি তার বক্তব্য বলেন,  মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা   র স্মার্ট বাংলাদেশ গড়তে খেলাধূলার কোন বিকল্প নেই, পাশাপাশি পড়ালেখা কোন বিকল্প নেই।  মাননীয় প্রধানমন্ত্রী হাত ধরে দেশ আজ এগিয়ে চলেছে,  ও  খেলাধুলাসহ সুস্থ সাংস্কৃতিক চর্চা সৃষ্টিশীল প্রজন্ম গঠনে কার্যকর ভূমিকা রাখে। খেলাধুলা মানসিক বিকাশ ও শরীর গঠনে সহায়তা করে। ক্রীড়ার মাধ্যমে খেলোয়াড় সুলভ মনোভাব তৈরির দ্বার উন্মুক্ত হয়। 

অনুষ্ঠানের সভাপতি সুলতান মাহমুদ তিনি বলেন,   ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিশু ও যুবদের পর্যায়ে এর মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটে।  বর্তমান সরকার শিক্ষাখাতে নানান উন্নয়ন করাসহ রাস্তাঘাট, বিদ্যুৎ, বই খাতাসহ নারী-পুরুষের চাকুরী বা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছেন এবং শিক্ষা উপবৃত্তি প্রদান করছেন তখনই ছেলে মেয়েরা এমনিতেই স্কুল আসছে ও  স্কুলে বিভিন্ন প্রতিযোগিতা  অংশগ্রহণ করছে। এবং স্কুল পর্যায়এ প্রতিযোগিতার মাধ্যমে ভাতৃত্ববোধ ও একে অন্যকে চেনার সুযোগ তৈরি হচ্ছে। প্রাচীনতম এই স্কুলটি  ইতিমধ্যেইঅনেক সুনাম অর্জন করেছে।  সিরাজগঞ্জের প্রথম স্মার্ট বিদ্যালয় হিসেবে এই বিদ্যালয়টি ঘোষণা করা হয়।  এবং এই শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীরা ক্লাসে ঢোকার পূর্বে  হাত দিয়ে পাঞ্চ করে ক্লাসে  ডোকে, এতে ছাত্র-ছাত্রীদের মধ্যে আনন্দ উৎফলিত হয়েছে  । শিক্ষা প্রতিষ্ঠানটি খেলাধূলার  মাধ্যমে আরো পরিচিত হোক এই শিক্ষা প্রতিষ্ঠানটি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার ( চ. দা.) মো. আফছার আলী, সিরাজগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা, সহকারী প্রধান শিক্ষক শামূম আরা, হৈমবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেরিনা সুলতানা, 

অনুষ্ঠান টি সঞ্চালনা করেন উমামা বিনতে আজিজ,  মোছাঃ মায়েশা খাতুন,

আরও খবর