সিরাজগঞ্জ সরকারি কলেজে মাসব্যাপী আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ খ্রীঃ খেলার শুভ উদ্বোধন কালে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ টূর্ণামেন্টে খেলায় অনার্স - মাস্টার্সের ১৭ টি, উচ্চ মাধ্যমিকের ৩ টি এবং ডিগ্রীর ১ টি দল অংশ গ্রহন করছে। উদ্বোধনী খেলায় কলেজের হিসাব বিজ্ঞান বিভাগ -২ শূন্যগোলে জয়লাভ করে ইসলামের ইতিহাস বিভাগ - ০ গোলে পরাজিত হয়।
সিরাজগঞ্জ সরকারি কলেজের আয়োজনে এবং কলেজ ছাত্রলীগ শাখার সার্বিক সহযোগিতায়,
সোমবার (১২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টায় কলেজ মাঠে আন্তঃজেলা বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন, সিরাজগঞ্জ -২ সদর-কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী এসময়ে তিনি তার বক্তব্যে বলেন, নতুন প্রজন্মদের সকলকে সুশিক্ষা অর্জন করার পাশাপাশি আধুনিক প্রযুক্তি গ্রহণ করে উন্নত সমৃদ্ধি শালী স্মার্ট বাংলাদেশ দেশ গড়তে হবে এজন্য সকলকে ভালো মানুষ হতে হবে। শিক্ষা, ক্রীড়া, সাহিত্য সংস্কৃতির লালন করতে হবে। খেলাধূলার বিকল্প নেই।
স্বাগত বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর টি.এম. সোহেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল (বিপিএম বার, পিএমবার), জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট কে. এম. হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ সুলতান মাহমুদ, জেলা আওয়ামীলীগের সদস্য মিজানুর রহমান দুদু, জিহাদ আল ইসলাম, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনাহেনা, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম লিমন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মোছাঃ উম্মে তাসলিমা ছবি, অর্থনীতি বিভাগের সহকারি অধ্যাপক সুবর্ণা লায়লা।
এ ফুটবল আন্তঃ ফুটবল টূর্ণামেন্ট খেলার আহবায়ক হলেন, প্রফেসর মোঃ শরীফ-উস- সাঈদ, এবং সার্বিকভাবে দায়িত্বে রয়েছেন, কলেজের শরীর চর্চা শিক্ষক মোঃ আব্দুর রশিদ।
ধারাবর্ণনা করেন, মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, ইউপি চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সি।
উদ্বোধনী খেলায় কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারি অধ্যাপক, প্রভাষকগণ, কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সুলতান মাহমুদ মুন্না, যুগ্নসাধারণ সম্পাদক জীবন সেখ, সহ-সভাপতি সজীব সেখ, হৃদয় সহ অন্যান্য নেতৃবৃন্দরা সকল শিক্ষক, কর্মকর্তা -কর্মচারীবৃন্দরা, শিক্ষার্থীগণ, সুধীজন, গুনীজনরা উপস্থিত ছিলেন।
৬ ঘন্টা ৫০ মিনিট আগে
৩ দিন ৫ ঘন্টা ২৭ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ৪২ মিনিট আগে
৮ দিন ১১ ঘন্টা ২৮ মিনিট আগে
১০ দিন ৯ ঘন্টা ০ মিনিট আগে
১১ দিন ১০ ঘন্টা ৩২ মিনিট আগে
১১ দিন ১১ ঘন্টা ২৮ মিনিট আগে
১৫ দিন ৮ ঘন্টা ৮ মিনিট আগে