লালপুর মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে জয় বাংলা স্লোগান লেখা ফুচকা খেয়ে অভয়নগরে ২১৩ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ঈদের ছুটিতে সুন্দরবনে রাশিয়ার রাষ্ট্রদূতসহ দেশী-বিদেশী পর্যটকের ভিড় কুতুবদিয়া সমুদ্র সৈকতে ভ্রমণ পিপাসু মানুষের ঈদ আনন্দ-উচ্ছাস উখিয়ায় মাদক কারবারি ইমাম হোসেন আটক শিক্ষার্থী ও দুরারোগ্য আক্রান্ত ব্যক্তিদের সহায়তা প্রদান চৌদ্দগ্রামে তারেক রহমানের ঈদ উপহার পেলে শহীদ আইয়ুবের পরিবার সাতক্ষীরায় পাটকেলঘাটায় আলামিন ফাজিল মাদ্রাসার ৪০ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠিত মাগুরায় গার্মেন্টস মালিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট, হুমকির মুখে গার্মেন্টস প্রতিষ্ঠান টাঙ্গাইলের মধুপুরে মহিলাদের ঈদ পুনর্মিলনী সভায় বক্তব্য দেন জিয়া ফাউন্ডেশনের পরিচালক এডভোকেট মোহাম্মদ আলী নবগঠিত এডহক কমিটির সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠিত মধুপুরে মহিলাদের ঈদ পুনর্মিলনী করছেন বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট মোহাম্মদ আলী পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন সেনবাগ এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত অনৈতিকভাবে লিজের অভিযোগ রেলওয়ে কতৃপক্ষের বিরুদ্ধে যারা গুপ্ত রাজনীতি করে তাদের জন্য শুভকামনা নেই, ছাত্রদল সভাপতি আক্কেলপুর মেলায় পুতুল নাচের নামে অশ্লীলতা গুডিয়ে দিল উপজেলা প্রশাসন. লালপুরে শিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত। ব্যাংক বন্ধ হবে না, ঘুরে দাঁড়াতে না পারলে একীভূতকরণ: গভর্নর সীমান্তে পাকিস্তান ও ভারতীয় সেনাদের গোলাগুলি, উত্তেজনা জনগণের নিরাপত্তায় আইনশৃঙ্খলাবাহিনী নির্ঘুম থেকে কাজ করছে’

একুশের মূল চেতনা অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর প্রেরণা, ইকবাল হাসান মাহমুদ টুকু

একুশের মূল চেতনা অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর প্রেরণা, ইকবাল হাসান মাহমুদ টুকু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন,একুশ আমাদের গর্ব,একুশ আমাদের অহংকার। বায়ান্নর এই দিনে বাংলা মায়ের দামাল সন্তানরা মাতৃভাষার মর্যাদা রক্ষায় জীবনোৎসর্গ করে সারা পৃথিবীতে নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করেছিলেন। একুশের মূল চেতনাই হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর প্রেরণা। শুক্রবার ভোরে সিরাজগঞ্জে  মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জেলা বিএনপির প্রভাতফেরীত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু আরো বলেন,একুশের চেতনায় অনুপ্রাণিত হয়েই শত অত্যাচার-নির্যাতনের মুখেও পিছু না হটে ছাত্র জনতা যে তীব্র গণআন্দোল গড়ে তোলে সেই গণআন্দোলন গণঅভ্যুত্থানে বিশ্বের এক নিষ্টুর ও নিকৃষ্ট ফ্যাসিস্ট স্বৈরাচারী শাসক শেখ হাসিনার দীর্ঘ ১৫ বছরের দুঃশাসনের অবসান ঘটে। 

শহরের বাজার স্টেশন সংলগ্ন মুক্তির সোপানের সামনে থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর নেতৃত্বে জেলা বিএনপির প্রভাতফেরীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মীরা অংশগ্রহণ করে। এ সময় জাসাসের শিল্পীরা গণসঙ্গীত পরিবেশন করেন। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিরাজগঞ্জে ইবি রোডস্থ বায়ান্নর ভাষাআন্দোলনে প্রথম শহিদ মিনারে যেয়ে প্রভাতফেরী শেষ হয়। পরে ইকবাল হাসান মাহমুদ টুকু  শহিদ মিনারে বেদীতে বায়ান্নর ভাষা আন্দোলনে শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন কের পুষ্পস্তবক অর্পণ করেন।  এ সময় জেলা বিএনপির সভাপতি সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল,মোঃ মকবুল হোসেন চৌধুরী, নাজমুল হাসান তালুকদার রানা জাহাঙ্গীর হোসেন ভুঁইয়া সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন,নুর কায়েম সবুজ, সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান,মুন্সি জাহিদ আলম, লিয়াকত আলী খান,ইমরুল কায়েস প্রেম,সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, আলমগীর আলম, প্রচার সম্পাদক আলমগীর হোসেন জুয়েল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এরপর জেলা বিএনপির সভাপতি সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে জেলা বিএনপির অফিসের সামনে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 

সকাল নয়টায় পৌর ভাসানী মিলনায়তনে  জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক হারুন অর রশিদ খান হাসানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু। স্বরচিত কবিতা আবৃত্তি করেন জেলা বিএনপির প্রচার সম্পাদক আলমগীর হোসেন জুয়েল।  আলোচনা সভা শেষে বায়ান্নর ভাষা শহিদদের বিদেহীআত্নার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের সাবেক সদস্য সচিব হাফেজ মাওলানা নুরনবী হুসাইন। 

আরও খবর