কালমেঘ কাজীবস্তি যুব সমাজের উদ্যোগে অদ্য বিকাল ৪ ঘটিকার সময় কালমেঘ কলেজ মাঠে উদ্বোধনী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় । ৫ নং দুওসুও ইউনিয়নের তারুণ্যের আইকন , স্বাধীন সমাজ কল্যাণ পরিষদ বালিয়াডাঙ্গী'র প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ উল্লাহ রায়হান দুলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু প্রবীর কুমার রায় , সহ-সভাপতি ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ । অনুষ্ঠান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আব্দুস সালাম সাবেক চেয়ারম্যান ৫নং দুওসুও ইউনিয়ন পরিষদ । গেস্ট অফ আনার হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক মোঃ সোহেল রানা চেয়ারম্যান ৫নং দুওসুও ইউনিয়ন পরিষদ । প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল্লাহিল বাকী, অধ্যক্ষ কালমেঘ রমজান আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ ।বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাজ্জাদ হোসেন প্রভাষক কালমেঘ রমজান আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ , বাবু প্রভাত কুমার রায় সভাপতি ৫ নং দুওসুও ইউনিয়ন আওয়ামী লীগ , মোহাম্মদ আকতার হোসেন সাবেক সাধারণ সম্পাদক ৫ নং দুওসুও ইউনিয়ন আওয়ামী লীগ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রফিকুল ইসলাম প্রধান শিক্ষক কালমেঘ সরকারি প্রাথমিক বিদ্যালয় , মোঃ সুলতান আলী যুগ্ন আহবায়ক আওয়ামী যুবলীগ ৫ নং দুওসুও ইউনিয়ন , মোঃ মাহবুব আলম ইউপি সদস্য ৫নং দুওসুও ইউনিয়ন পরিষদ । প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাবু অভয় কুমার রায় সাংগঠনিক সম্পাদক বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগ । সভাপতির বক্তব্যে উল্লাহ রায়হান দুলু বলেন , খেলাধুলা হচ্ছে সুস্থ বিনোদনের একটি মাধ্যম । খেলাধুলার মাধ্যমে মাদকের কাছ থেকে দূরে থাকা সম্ভব । এরকম খেলাধুলা আমাদের এলাকায় চর্চা হোক এটা আমার প্রত্যাশা । প্রধান অতিথির বক্তব্যে বাবু প্রবীর কুমার রায় বলেন -খেলাধুলার প্রতি বেশ অন্তরায়ন আমি । এই অতিহ্যবাহী মাঠে খেলাধুলা অনুষ্ঠিত হোক এটা আমরা সকলেই চাই। সুস্থ সবল দেহ হয়ে উঠুক খেলাধুলার একটি অংশ । আমি আমার জায়গা থেকে সব সময় খেলাধুলার পাশে থাকবো ।খেলাই অংশগ্রহণ করেন ছোট পলাশবাড়ী মিলটেক একাদশ ও দুওসুও একাদশ। ছোট পলাশবাড়ী মিলটেক একাদশ ৩-১ গোলের ব্যবধানে জয়ী হন ।
২২ দিন ১ ঘন্টা ১৪ মিনিট আগে
২৩ দিন ৪ ঘন্টা ২৪ মিনিট আগে
৩৩ দিন ২২ ঘন্টা ৪৩ মিনিট আগে
৪৬ দিন ৪ ঘন্টা ৪১ মিনিট আগে
৪৮ দিন ৪ ঘন্টা ৪ মিনিট আগে
৬০ দিন ৪ ঘন্টা ১৫ মিনিট আগে
৬৬ দিন ৮ ঘন্টা ৪৭ মিনিট আগে
৭৬ দিন ১০ ঘন্টা ৩৪ মিনিট আগে