ঠাকুরগায়ে সড়ক ও জনপদ বিভাগের আওতায় রাস্তা সংস্কারের অনিয়মের প্রমাণ পেলেও ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় এর অনিয়মের অভিযোগ উঠেছে। এবার পাথরের বিপরীতে ইটের খোয়া ব্যবহার করায় কাজ আটকে দেয়া স্থানীয়রা। পরে মেয়র সহ স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশে রাস্তা থেকে ইটের খোয়া সরিয়ে পাথর দিয়ে রাস্তা সংস্কার করতে বাধ্য ঠিকাদারি প্রতিষ্ঠান।
গত বুধবার ১১ জুলাই দুপুরে ঠিকাদার জামাল হোসেনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে কাজ আটকে দিয়ে প্রতিবাদ জানান স্থানীয়রা আর সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা সাফাই গাইছেন ঠিকাদারের পক্ষে।
অভিনয়ের পর ও ওই ঠিকাদারের বিরুদ্ধে কর্তৃপক্ষ তেমন কোন ব্যবস্থা নেয়নি। ফলে এবার ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সদরের বিসিক শিল্প নগরী থেকে রুহিয়া পর্যন্ত সড়ক সংস্কার কাজে শুরু অনিয়ম করতে গিয়ে ধরা পড়েন স্থানীয়দের হাতে। পাথরের বদলে ইটের খোয়া ব্যবহার করা তৎক্ষণিকভাবে কাজ আটকে দেন তারা।
সড়কটি পৌরসভা এলাকার মধ্যে হওয়ায় অনিয়মের বিষয়টি পৌর মেয়রকে জানানো হয়। স্থানীয়দের অভিযোগ খতিয়ে দেখতে ছুটে যান ঘটনাস্থলে। এই সময় পৌরসভার মেয়র সহ সংশ্লীল ঠিকাদার জামাল হোসেনের নিয়োজিত লোকদের কাজ ভালোভাবে করতে নির্দেশ দিলে তাৎক্ষণিকভাবে ইটের খোয়া সরিয়ে ফেলে শ্রমিক।
এ সময় ঠিকাদারের নিয়োজিত শ্রমিকরা বলেন ঠিকাদারের নির্দেশে করায় পাথরের বিপরীতে সড়কের সংস্কারের ইটের খোয়া ব্যবহার। তবে কাজ আটকে দেওয়ার পর তার সরিয়ে পাথর দিয়ে সব সংস্কার করা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ চোখের সামনে অনিয়ম করে কাজ সম্পূর্ণ করে সরকারের লাখ লাখ টাকা হাতিয়ে নিলেও সড়ক ও জনপদ বিভাগের ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অজ্ঞাত কারণে নিশ্চুপ। ওই ঠিকাদারী প্রতিষ্ঠান বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সড়ক সংস্কারের ভালো কাজের দাবি জানান তারা।
আর ঠিকাদারের দায়িত্ব ইঞ্জিনিয়ার উজ্জ্বল নামে এক ব্যক্তি জানান কাগজপত্র ইটের খোয়া বা পাথর দিয়ে কাজ করতে হবে এমন উল্লেখ্য না থাকায় ইটের খোয়া সরিয়ে ফেলা হয়েছে। এমন পাথর দিয়ে কাজ করা হচ্ছে এই বিষয়টি পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা বলেন স্থানীয়দের অভিযোগে বিষয়টি সত্য। ঘটনা স্থলে গিয়ে বলার পর ঠিকাদারের লোকজন ইটের খোয়া সরিয়ে ফেলে। পরে শুনেছি যেখানে সেখানে পাথর দেওয়ার কথা, তাই করেছে তারা।
সড়ক ও জনপদ বিভাগের উপসহকারী অর্জন রায় অভিযোগের বিষয়টি স্বীকার করে দ্রুত সময়ের মধ্যে তা পরিবর্তন করা হয়েছে জানিয়ে বাকি বিষয় জানাতে অপারগতা প্রকাশ করেন। বিস্তারিত জানতে নির্বাহী প্রকৌশল শরণাপন্ন হতে পরামর্শ দেন তিনি। সড়ক ও জনপদ বিভাগ তথ্য মতে বিসিক শিল্প নগরী এলাকা থেকে রুহিয়া পর্যন্ত পৃথকভাবে প্রায় ২ হাজার ৮০০ মিটার কাজের ব্যয় ধরা হয়েছে প্রায় অর্ধকোটি টাকা
২২ দিন ১ ঘন্টা ১৭ মিনিট আগে
২৩ দিন ৪ ঘন্টা ২৬ মিনিট আগে
৩৩ দিন ২২ ঘন্টা ৪৫ মিনিট আগে
৪৬ দিন ৪ ঘন্টা ৪৩ মিনিট আগে
৪৮ দিন ৪ ঘন্টা ৬ মিনিট আগে
৬০ দিন ৪ ঘন্টা ১৮ মিনিট আগে
৬৬ দিন ৮ ঘন্টা ৪৯ মিনিট আগে
৭৬ দিন ১০ ঘন্টা ৩৬ মিনিট আগে