বাংলাদেশ আওয়ামী লীগ-এর উপদেষ্টামণ্ডলীর সদস্য ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন বলেছেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোন দেশ ও জাতি এগিয়ে যেতে পারে না। আর সেই কারণেই আওয়ামী লীগ সরকার দেশের শতভাগ শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর। বর্তমান সরকার সত্যিকার অর্থেই শিক্ষা বান্ধব সরকার।
অদ্য ২৩ জুলাই ২০২৩ রোজ রবিবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মাদ্রাসা পাড়া এলাকার সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসার আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।
সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসার নব-নির্বাচিত চারতলা ভবনের উদ্বোধন করেন সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। দুই কোটি টাকা ব্যয়ে চারতলা এই ভবনের নির্মাণ কাজ সম্পন্ন করে ঠাকুরগাঁও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।
সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, পৃথিবীর ইতিহাসে বছরের প্রথমদিনে কোটি কোটি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়ার অনন্য নজির একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের।
তিনি বলেন, তথ্য প্রযুক্তির এই যুগে শিক্ষার উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রাথমিক থেকে মাধ্যমিক শ্রেণি পর্যন্ত বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, শিক্ষা ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার নিশ্চিতকরণ ও ঝরে পড়া শিক্ষার্থীদের হার কমানোসহ শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার ব্যাপক কাজ করে যাচ্ছে। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বর্তমান সরকার দেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে।
রমেশ চন্দ্র সেন বলেন, মানুষের জীবনে সবচেয়ে ভাল বন্ধু হলো বই। বই আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ধারক বাহক। সুনাগরিক ও সুশিক্ষিত জাতি গঠন করতে বইয়ের কোন বিকল্প নেই। প্রোগামে আরও উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ঠাকুরগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব অ্যাড. অরুনাংশু দত্ত টিটো,,বাংলাদেশ আওয়ামীলীগ ঠাকুরগাঁও জেলার সাধারণ সম্পাদক জনাব দীপক কুমার রায় ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ মোশারুল ইসলাম সরকার,শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ মেহেদী ইকবাল,সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি জনাব এ্যাড. মোঃ তোজাম্মেল হক মঞ্জু, সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আবুল হাসান (ত্ব-হা),
২২ দিন ১ ঘন্টা ১৪ মিনিট আগে
২৩ দিন ৪ ঘন্টা ২৪ মিনিট আগে
৩৩ দিন ২২ ঘন্টা ৪৩ মিনিট আগে
৪৬ দিন ৪ ঘন্টা ৪১ মিনিট আগে
৪৮ দিন ৪ ঘন্টা ৪ মিনিট আগে
৬০ দিন ৪ ঘন্টা ১৫ মিনিট আগে
৬৬ দিন ৮ ঘন্টা ৪৭ মিনিট আগে
৭৬ দিন ১০ ঘন্টা ৩৪ মিনিট আগে