21-11-2023
ফোন নম্বর: ০১৩২০-০৪০৫৭২
ঠিকানা: পূর্ব ধোলাইপাড়, কদমতলী থানা, ঢাকা মহানগর , ঢাকা
বিস্তারিত
রোজা নামে হারিয়ে যাওয়া একটি শিশুর পিতা-মাতাকে খুঁজছে পুলিশ। সে কদমতলী থানার নিরাপদ হেফাজতে রয়েছে। রোজার বয়স আনুমানিক ৩ বছর।
থানা সূত্রে জানা যায়, ২০ নভেম্বর সন্ধায় কদমতলী থানার পূর্ব ধোলাইপাড় এলাকায় রোজাকে কান্নাকাটি করতে দেখে টহল পুলিশ থানায় নিয়ে আসে। সে তার নাম ছাড়া আর কিছুই বলতে পারে না। এখন পর্যন্ত তার পরিবারের সাথে যোগাযোগ করার মত কোন তথ্য পাওয়া যায়নি। এ সংক্রান্তে কদমতলী থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। জিডি নং-১৩৮৮।
কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত রোজার পরিবারের সন্ধান জেনে থাকলে কদমতলী থানার ডিউটি অফিসার (০১৩২০-০৪০৫৭২) বা অফিসার ইনচার্জ (০১৩২০-০৪০৫৬৫) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।