20-11-2024
ফোন নম্বর: 01305293913
ঠিকানা: শুভাঢ্যা, পূর্ব পাড়া, কেরানীগঞ্জ, কেরাণীগঞ্জ , ঢাকা
বিস্তারিত
বাচ্চু মল্লিক (৪২) লোকটি গত ১০ নভেম্বর ২০২৪ খ্রিঃ তারিখে ঢাকা জেলার কেরানীগঞ্জের শুভাঢ্যা পূর্ব পাড়া এলাকা হতে হারিয়ে গেছে। লোকটি বাকপ্রতিবন্ধী, সে পাগল কিংবা উন্মাদ নয়। সে ইশারার সাহায্যে সবকিছু বলার এবং বোঝানোর চেষ্টা করে। তার হারানোর খবরে থানায় জিডি করা হয়েছে, জিডি নং - ১৩৫৮ , তারিখ ১৭/১১/২০২৪ খ্রিঃ। কোনো হৃদয়বান মানবিক ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করা হলো।
ঠিকানাঃ
তফিজ উদ্দিন মল্লিক, গ্রামঃ কোলা, ডাকঘরঃ কোলা (১৫৪১), উপজেলাঃ সিরাজদিখান, জেলাঃ মুন্সিগঞ্জ। মোবাইলঃ 01305293913