কোম্পানীগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি নির্বাচিত শেখ ফরিদ আহম্মেদ কচুয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত কচুয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশগ্রহণ করলেন মানবতার আহবান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এস এম সাইদুর রহমান নাবিল পবিপ্রবির নতুন বাসে ভুল বানান: দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের অবহেলার অভিযোগ শেরপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন-এর ঝিনাইগাতী উপ-শাখা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বাকৃবিতে শিক্ষক-শিক্ষার্থী মতবিনিময়ে শিক্ষার মানোন্নয়ন ও মাদকবিরোধী আলোচনা নওয়াপাড়া পৌরসভার মহাকাল ১ নম্বর ওয়ার্ডের পূর্বাচল লেনে জলাবদ্ধতায় জনদুর্ভোগ শান্তিগঞ্জের পাইকাপনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আব্দুল্লাহ ফাউন্ডেশন লালপুরে কোরবানির জন্য প্রস্তুত ৭৬ হাজার পশু বোতল কাণ্ডে আটক জবি শিক্ষার্থী, ডিবি অফিস ঘেরাও এর হুঁশিয়ারি মোংলায় ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে আজ সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ফিলিস্তিন দখলের ৭৭ বছর পূর্ণ হলো মোংলা বন্দরে মিথ্যা ঘোষণায় আমদানিকারক “মুন্না এন্টারপ্রাইজ”এর মালিককে খুঁজছে কাস্টমস বেইজ বিল্ড ডিজিটাল একাডেমিতে দুই দিন ব্যাপী ইংরেজি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। শ্যামনগর সুপেয় পানির দাবিতে ব্যতিক্রমধর্মী এক ম্যারাথন সাবেক বর্তমান জবিয়ানদের সমাগমে কাকরাইলে জনস্রোত নামাজ শেষে জবি শিক্ষার্থীদের সমাবেশ শুরু ঝিনাইগাতীতে অবৈধভাবে বালু উত্তোলনের ৩টি ড্রেজার মেশিন, ৪টি টাওয়ারসহ পাইপ ধ্বংস করা হয়

বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে মাভাবিপ্রবি



বিশ্বব্যাপী প্রাণিস্বাস্থ্য সচেতনতা ও পেশাগত দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরতে প্রতি বছরের মতো এবারও পালিত হচ্ছে ওয়ার্ল্ড ভেটেরিনারি ডে ২০২৫। এ উপলক্ষে বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশন (BVA)-এর আয়োজনে অনুষ্ঠিত হলো আন্তঃ ভেটেরিনারি স্কুল বিতর্ক প্রতিযোগিতা।


 শুক্রবার (১৮ এপ্রিল) রাজধানীর বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল (BVC) অডিটরিয়ামে সকাল ১০টা থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় দেশের ১৫টি ভেটেরিনারি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা প্রাণিসম্পদ খাতের ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে নিজেদের জ্ঞান, যুক্তিবাদিতা ও বিশ্লেষণী দক্ষতা প্রদর্শন করেন।


আয়োজনটির মূল উদ্দেশ্য ছিল ভেটেরিনারি শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান বিনিময়, যৌক্তিক চিন্তাভাবনার চর্চা এবং পেশাদারিত্বের বিকাশ ঘটানো। দেশের ১৫টি ভেটেরিনারি স্কুল থেকে মোট ১৬টি দল এ প্রতিযোগিতায় অংশ নেয়। Tab Round থেকে সেমিফাইনালে পৌঁছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)।


সেমিফাইনালে বাকৃবি প্রতিদ্বন্দ্বিতা করে শেকৃবির সঙ্গে এবং মাভাবিপ্রবি মুখোমুখি হয় গাকৃবির। উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)।


আগামী ২৬ এপ্রিল ওয়ার্ল্ড ভেটেরিনারি ডে ২০২৫-এর চূড়ান্ত পর্বে এ দুই দল ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে।


আয়োজনের স্পনসর হিসেবে সহযোগীতা করে এসিআই এনিমেল হেলথ, আদিয়ান এগ্রো লিমিটেড, প্রোভেট রিসোর্সেস লিমিটেড, আড়ং ডেইরি, এবং ব্রিজ ফার্মাসিউটিক্যালস লিমিটেড।


আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে ভেটেরিনারি শিক্ষার্থীরা কেবল শ্রেণিকক্ষে নয়, বাস্তব অভিজ্ঞতা ও মঞ্চে নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পায়।


প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশন (BVA)-এর আহ্বায়ক ডা. সফিউল আহাদ সরদার (স্বপন), সদস্য সচিব ডা. মো. তারেক হোসেন, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের (BVC) রেজিস্ট্রার ডা. গোপাল চন্দ্র বিশ্বাস, প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা, সরকারি ও বেসরকারি পর্যায়ের ভেটেরিনারিয়ান, ভেটেরিনারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব) ও দি ভেট এক্সিকিউটিভ-এর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও স্পনসর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।


উল্লেখ্য, প্রতিবছর এপ্রিল মাসের শেষ শনিবার বিশ্বব্যাপী পালিত হয়ে থাকে বিশ্ব ভেটেরিনারি দিবস। প্রাণিস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ভেটেরিনারিয়ানরা এই খাতকে সামনে এগিয়ে নিচ্ছেন এবং মানুষের আমিষ ও প্রোটিনের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন বিশ্ব ভেটেরিনারি দিবসের তাৎপর্যকে আরও বর্ণিল করে তোলে এবং পেশাদার ভেটেরিনারিয়ানদের অবদানকে সর্বজনের সামনে তুলে ধরতে সহায়তা করে।

আরও খবর
স্নেহের তৃষ্ণা

৫ দিন ১৭ ঘন্টা ৫৭ মিনিট আগে