প্রকাশের সময়: 22-04-2025 09:42:45 am
টাংগাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ক্যারিয়ার প্ল্যানিং এন্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
২১এপ্রিল (সোমবার) ২০২৫ইং তারিখে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার রুমে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। সেমিনারটিতে সভাপতিত্ব করেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইঞ্জি. মো. ইকবাল মাহমুদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেশনাল টেইনার ও সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ মাশাহেদ হোসেন সিমান্ত।
সেমিনারে বক্তারা বলেন, "ক্যারিয়ার প্ল্যানিং এন্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট হলো একটি ধারাবাহিক প্রক্রিয়া যার মাধ্যমে একজন ব্যক্তি নিজের পেশাগত লক্ষ্য নির্ধারণ করে, সেগুলো অর্জনের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে এবং তার কর্মজীবনে সফলতা অর্জনের জন্য নিজেকে উন্নত করবে। এ ছাড়া ক্যারিয়ার প্ল্যানিং হলো ভবিষ্যৎ পেশাগত জীবন সম্পর্কে পরিকল্পনা করা এবং তার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা। প্রফেশনাল ডেভেলপমেন্ট হলো নিজের পেশাগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করার প্রক্রিয়া, যা পেশাগত অগ্রগতি ও কর্মক্ষেত্রে সফলতা অর্জনে সহায়ক হবে। তাই শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি ক্যারিয়ার গঠনের লক্ষ্যে আগে থেকেই নিজেকে প্রস্তুত করে তুলতে হবে।"
উক্ত সেমিনারে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
৫ দিন ১৭ ঘন্টা ৫৪ মিনিট আগে
৫ দিন ২২ ঘন্টা ৩০ মিনিট আগে
৬ দিন ১৪ ঘন্টা ২৪ মিনিট আগে
৭ দিন ১৪ ঘন্টা ৮ মিনিট আগে
৭ দিন ২০ ঘন্টা ১৮ মিনিট আগে
৮ দিন ২২ ঘন্টা ৩২ মিনিট আগে
১৪ দিন ২৩ ঘন্টা ১৭ মিনিট আগে
১৮ দিন ১৯ ঘন্টা ৫০ মিনিট আগে