২০২১-২০২২ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী আঙ্গিনা। বিশ্ববিদ্যালয়ে প্রথমদিন ক্লাস করে উচ্ছ্বসিত তারা।
বুধবার (১ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের ৫ টি বিভাগের স্ব স্ব শ্রেণিকক্ষে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয় জীবনে পা রাখে অত্র বিশ্ববিদ্যালয়ের ৫ম ব্যাচের শিক্ষার্থীরা। নবীনদের ফুল দিয়ে স্বাগত জানানোর পাশাপাশি শ্রেণিকক্ষগুলো সাজানো হয়েছে নতুন করে।
এবার অর্থনীতি, ম্যানেজমেন্ট স্টাডিজ, বাংলা, সমাজবিজ্ঞান বিভাগে ৫০ জন করে এবং সঙ্গীত বিভাগে ২৫ জন নিয়ে মোট ২৫০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করলো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ৫ম ব্যাচ।
ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের নবীন শিক্ষার্থী কাইয়ুম তার অনুভূতি প্রকাশ করে বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম ক্লাস হিসেবে অনেকটা ই আবেগঘন ছিল, কেননা ভর্তিযুদ্ধের কঠোর পরিশ্রমের সফলতায় আজ বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার সুযোগ পেয়েছি, যা সত্যিই আনন্দদায়ক। আর নবীনবরণ অনুষ্ঠানে আমাদের জন্য এতো সুন্দর আয়োজন দেখে নিজের সেই আনন্দ আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে। সবার বক্তব্যগুলো খুবই অনুপ্রাণিত করেছে। আশা করছি বিশ্ববিদ্যালয় জীবনে অনেক কিছু শিখতে পারবো।
৩ দিন ১ ঘন্টা ২৮ মিনিট আগে
১৯ দিন ১৯ ঘন্টা ৫৯ মিনিট আগে
৪১ দিন ১ ঘন্টা ১৮ মিনিট আগে
৫০ দিন ১১ ঘন্টা ২ মিনিট আগে
৫৮ দিন ৭ ঘন্টা ১১ মিনিট আগে
৭৩ দিন ১২ ঘন্টা ৫৪ মিনিট আগে
১৭৭ দিন ১ ঘন্টা ২৭ মিনিট আগে