নিজেদের ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা। অভিযানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমেদ।
আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-২ পরিচ্ছন্ন রাখতে এই অভিযান পরিচালনা করা হয়।
বিশ্ববিদ্যালয় আঙিনা পরিচ্ছন্ন রাখতে অত্র বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় অতিথি প্রফেসর ড. ফিরোজ আহমেদ বলেন,
আমরা অর্থ বেশি থাকলে ধনী হওয়া যায়না যারা মন-মানসিকতায় বড় তারা ই প্রকৃত ধনী। কোন কাজ ই ছোট নয়। তাই প্রতিদিন যদি আমরা পরিচ্ছন্ন রাখতে থাকি, তাহলে আমরা একটি পরিষ্কার পরিচ্ছন্ন ক্যাম্পাস পাব।এসময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সকল শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
৩ দিন ১ ঘন্টা ১০ মিনিট আগে
১৯ দিন ১৯ ঘন্টা ৪০ মিনিট আগে
৪১ দিন ১ ঘন্টা ০ মিনিট আগে
৫০ দিন ১০ ঘন্টা ৪৪ মিনিট আগে
৫৮ দিন ৬ ঘন্টা ৫২ মিনিট আগে
৭৩ দিন ১২ ঘন্টা ৩৬ মিনিট আগে
১৭৭ দিন ১ ঘন্টা ৮ মিনিট আগে