কোম্পানীগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি নির্বাচিত শেখ ফরিদ আহম্মেদ কচুয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত কচুয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশগ্রহণ করলেন মানবতার আহবান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এস এম সাইদুর রহমান নাবিল পবিপ্রবির নতুন বাসে ভুল বানান: দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের অবহেলার অভিযোগ শেরপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন-এর ঝিনাইগাতী উপ-শাখা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বাকৃবিতে শিক্ষক-শিক্ষার্থী মতবিনিময়ে শিক্ষার মানোন্নয়ন ও মাদকবিরোধী আলোচনা নওয়াপাড়া পৌরসভার মহাকাল ১ নম্বর ওয়ার্ডের পূর্বাচল লেনে জলাবদ্ধতায় জনদুর্ভোগ শান্তিগঞ্জের পাইকাপনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আব্দুল্লাহ ফাউন্ডেশন লালপুরে কোরবানির জন্য প্রস্তুত ৭৬ হাজার পশু বোতল কাণ্ডে আটক জবি শিক্ষার্থী, ডিবি অফিস ঘেরাও এর হুঁশিয়ারি মোংলায় ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে আজ সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ফিলিস্তিন দখলের ৭৭ বছর পূর্ণ হলো মোংলা বন্দরে মিথ্যা ঘোষণায় আমদানিকারক “মুন্না এন্টারপ্রাইজ”এর মালিককে খুঁজছে কাস্টমস বেইজ বিল্ড ডিজিটাল একাডেমিতে দুই দিন ব্যাপী ইংরেজি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। শ্যামনগর সুপেয় পানির দাবিতে ব্যতিক্রমধর্মী এক ম্যারাথন সাবেক বর্তমান জবিয়ানদের সমাগমে কাকরাইলে জনস্রোত নামাজ শেষে জবি শিক্ষার্থীদের সমাবেশ শুরু ঝিনাইগাতীতে অবৈধভাবে বালু উত্তোলনের ৩টি ড্রেজার মেশিন, ৪টি টাওয়ারসহ পাইপ ধ্বংস করা হয়

বাকৃবি ও কাসেটসার্ট বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এবং থাইল্যান্ডের কাসেটসার্ট বিশ্ববিদ্যালয়ের (কেইউ) মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে গভীর সহযোগিতা জোরদার হবে।


বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বাকৃবির ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ২৪ এপ্রিল থেকেই এই চুক্তি কার্যকর হয়েছে এবং এটি পরবর্তী পাঁচ বছরের জন্য বলবৎ থাকবে। পারস্পরিক সম্মতিতে এর মেয়াদ আরও বাড়ানো যেতে পারে। 


আগামী বছর থেকেই বাকৃবির অন্তত পাঁচজন শিক্ষার্থী কাসেটসার্ট বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপের সুযোগ পাবে বলে তিনি উল্লেখ করেন।


বাকৃবির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান। কাসেটসার্ট বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত সভাপতি ড. দামরং শ্রীপরাম এবং ভেটেরিনারি অনুষদের ডিন সহকারী অধ্যাপক ড. খোংসাক থিয়াংতুম।


চুক্তিটিতে উভয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিগণ স্বাক্ষর করেন। এই সমঝোতার আওতায় শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, যৌথ গবেষণা প্রকল্প, ধারাবাহিক শিক্ষাবিষয়ক কার্যক্রম এবং দ্বিপাক্ষিক একাডেমিক ফোরাম ও সেমিনারে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হবে। চুক্তিপত্রে উল্লেখ করা হয়েছে, ভবিষ্যতে নির্দিষ্ট প্রকল্প বা যৌথ উদ্যোগসমূহ পৃথক আইনি চুক্তির মাধ্যমে বাস্তবায়িত হবে যেখানে গোপনীয়তা, মেধাস্বত্ব, বিরোধ নিষ্পত্তি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আইনি বিষয়ে সুনির্দিষ্ট বিধান থাকবে।


অধ্যাপক বাহানুর বলেন, "এই সহযোগিতা আমাদের বৈশ্বিক একাডেমিক নেটওয়ার্ক সম্প্রসারণের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি আমাদের শিক্ষার্থী ও গবেষকদের আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের এবং যৌথ গবেষণায় অংশগ্রহণের সুযোগ করে দেবে।"


তিনি আরও বলেন, "এই অংশীদারিত্ব পশুচিকিৎসা শিক্ষার্থীদের ও শিক্ষকদের একাডেমিক অভিজ্ঞতা সমৃদ্ধ করবে। আমাদের বৈজ্ঞানিক জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা বিনিময়ের মাধ্যমে প্রাণিস্বাস্থ্য ও উৎপাদনের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করা সহজ হবে।"


থাইল্যান্ডের সর্ববৃহৎ সরকারি বিশ্ববিদ্যালয় কাসেটসার্ট, যা ১৯৪৩ সালে প্রতিষ্ঠিত, কৃষি ও পশুচিকিৎসা বিজ্ঞানে সমৃদ্ধ অভিজ্ঞতা নিয়ে কাজ করছে। বিএইউ, যা ১৯৬১ সালের কৃষি বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুযায়ী পরিচালিত, এই অভিজ্ঞ প্রতিষ্ঠানটির সঙ্গে অংশীদারিত্বে অগ্রসর হচ্ছে।

আরও খবর