বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১ টায় কবি হেয়াত মামুদ ভবনের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০৬ রুমে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান ড. মো: নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও গণযোগাযোগ ও সাংবাদিকতা ১১ তম ব্যাচের শিক্ষার্থী মোঃ আবির ইলাহি জুবায়ের এবং ১১ ব্যাচের শিক্ষার্থী সানজানা ইবনাত এর যৌথ সঞ্চালনা করেন। অনুষ্ঠানের বক্তব্য দেন বিভাগের প্রভাষক সাহিবুর রহমান, প্রভাষক বিউটি মন্ডল, সহকারী অধ্যাপক মো: রহমতুল্লাহ, সহকারী অধ্যাপক মো: সারোয়ার আহমেদ, সহযোগী অধ্যাপক জনাব তাবিউর রহমান প্রধান।
১১তম ব্যাচের পক্ষ থেকে নবীনদের উদ্দেশ্যে শিক্ষার্থীরা শুভেচ্ছা বক্তব্য রাখেন। নবীন শিক্ষার্থীরা এবং তাদের অভিভাবকরা অনুভূতি ব্যক্ত করেন।
সভাপতিত্বের বক্তব্যে ড. মো: নজরুল ইসলাম নবীন শিক্ষার্থীদের বিভাগের গুরুত্বসহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি নবীনদের ভবিষ্য জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
তিনি আরো বলেন, ক্লাস পরীক্ষা সংক্রান্ত নিয়মকানুন এবং মাদক, পরীক্ষায় অসদুপায় অবলম্বন, ও র্যাগিং এই তিন বিষয়ে জিরো টলারেন্স নীতি কার্যকর হবে।
৩ দিন ১৪ ঘন্টা ১৮ মিনিট আগে
১০ দিন ১৩ ঘন্টা ৬ মিনিট আগে
১৭ দিন ২২ ঘন্টা ৩৩ মিনিট আগে
২৩ দিন ১৯ ঘন্টা ৩৮ মিনিট আগে
২৫ দিন ২০ ঘন্টা ৪০ মিনিট আগে
৩৫ দিন ১২ ঘন্টা ২২ মিনিট আগে
৩৫ দিন ২২ ঘন্টা ৬ মিনিট আগে