প্রকাশের সময়: 08-10-2024 03:08:41 pm
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) গতকাল সোমবার (৭ অক্টোবর) দুপুরে শিক্ষক দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা এবং রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুরুতে শিক্ষার্থীদের মাঝে ‘শিক্ষাগুরুর মর্যাদা’র উপর রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং একাডেমিক ভবন থেকে র্যালি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের মুল ফটকে গিয়ে অবস্থান করে। তারপর বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে শিক্ষক-শিক্ষার্থীদের আলোচনা সভা অনুষ্ঠিত হয় সেখানে শিক্ষক-শিক্ষার্থীরা সুন্দর সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক, আর্থিক ও একাডেমিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত(ভারপ্রাপ্ত ভিসি) ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম।আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ড. আল-মামুন সরকার।
বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার তাহমিদা আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম এবং উক্ত বিশ্ববিদ্যালয়ের ৭ বিভাগের চেয়ারম্যান ও শিক্ষার্থীবৃন্দ এসময় বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ অন্যান্যরা আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
আলোচনা সভাটি সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী সুলতান আহমেদের পবিত্র কুরআন তিলাওয়াত দিয়ে শুরু হয়ে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
২১ দিন ৫ ঘন্টা ৩৬ মিনিট আগে
২৩ দিন ২০ ঘন্টা ১৮ মিনিট আগে
২৫ দিন ১৮ ঘন্টা ৪৯ মিনিট আগে
৩১ দিন ২ ঘন্টা ৫২ মিনিট আগে
৩৫ দিন ৩ ঘন্টা ৫২ মিনিট আগে
৩৫ দিন ২০ ঘন্টা ৩৯ মিনিট আগে
৩৫ দিন ২০ ঘন্টা ৫৮ মিনিট আগে
৩৫ দিন ২১ ঘন্টা ৩ মিনিট আগে