◾দেওয়ান রহমান : লক্ষ্মীপুর জেলা স্টুডেন্টস এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর উদ্যোগে "যুগপূর্তি ও নবীন বরণ অনুষ্ঠান-২০২৩" অনুষ্ঠিত হয়েছে। গত ১ জুলাই রোজ শনিবার লক্ষ্মীপুর টাউন হল অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের শিক্ষক উপদেষ্টা ড. এনায়েত উল্যা পাটওয়ারী । অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আহ্সানুল করিম জনি। এছাড়াও উপস্থিত ছিলেন, নজরুল ইসলাম ভুলু ( সাবেক আহ্বায়ক, লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ), বাংলাদেশ ব্যাংকের সহকারি পরিচালক রাহুল মজুমদারসহ সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
প্রধান বক্তা ড. এনায়েত উল্যা পাটওয়ারী তার আলোচনায় সংগঠন,সংগঠক এবং নবীন শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
বিশেষ অথিতির বক্তব্যে মোজাম্মেল হায়দার মাসুম বলেন, “ স্মার্ট বাংলাদেশ বিনির্মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্মার্ট ছাত্রদের মুখ্য ভূমিকা পালন করতে হবে ”।
এছাড়াও তিনি সংগঠনের যেকোনো প্রয়োজনে পাশে থাকার ইচ্ছা পোষণ করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মো: সাহেদ এবং সঞ্চালনায় ছিলেন ইরতেজা ইকবাল রাহিম সহ শামছুল আলম,ইউনুস আলী,জুয়েল রানা,মাজহারুল ইসলাম ও সুমাইয়া আক্তার।
উল্লেখ্য, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতিকে আহ্বায়ক এবং সাবেক সভাপতি আশরাফ উদ্দিন রাজেনকে সদস্য সচিব করে নতুন সংগঠন Chittagong University ex student Club এর যাত্রা শুরু হয়।
২৬ দিন ১৮ ঘন্টা ২৬ মিনিট আগে
৩৩ দিন ২৩ ঘন্টা ৪৫ মিনিট আগে
৫৬ দিন ২ ঘন্টা ৩৮ মিনিট আগে
৭৪ দিন ১ ঘন্টা ৫ মিনিট আগে
৯৪ দিন ৫১ মিনিট আগে
৯৫ দিন ১১ ঘন্টা ৪৩ মিনিট আগে
৯৬ দিন ১১ ঘন্টা ৫৮ মিনিট আগে
১০২ দিন ১ ঘন্টা ১১ মিনিট আগে