প্রকাশের সময়: 27-08-2023 10:52:07 am
আজ ১২ ভাদ্র আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৬ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (তৎকালীন পিজি হাসপাতাল) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবে বেশি পরিচিত হলেও তিনি ছিলেন একাধারে কবি, সংগীতজ্ঞ, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার,সাংবাদিক, চলচ্চিত্রকার, গায়ক এবং অভিনেতা। তিনি বৈচিত্র্যময় অসংখ্য রাগ-রাগিনী সৃষ্টি করে বাংলার সঙ্গীতকে এক অনন্য মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন।
নজরুল ভারত থেকে বাংলাদেশের প্রথম ত্রিশালে আসেন। শৈশবে তিনি এই ত্রিশালে আসেন। ময়মনসিংহের ত্রিশালে তাঁর নামানুসারে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।এখানে তিনি যে বটগাছের নিচে বাঁশি বাজাতেন, সেই বটগাছের পাশেই শুকনি বিলের মাঝে স্থাপন করা হয় বিশ্ববিদ্যালয়টি।
বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে ৬টি অনুষদে মোট ২৪টি বিভাগে পাঠদান কার্যক্রম চলমান রয়েছে। শিক্ষার্থীরা আইন, নাট্যকলা, চারুকলা, সঙ্গীত, চলচ্চিত্র নির্মাণ ও সাহিত্যের পাশাপাশি বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন ও সামাজিক বিজ্ঞানের বিষয়গুলো পড়াশোনা করছেন। কিন্তু শিক্ষার্থীরা যে বিভাগেই পড়ুক না কেনো ,নজরুলকে জানার স্বার্থে প্রতিটি বিভাগেই ‘নজরুল স্টাডিজ’ নামে একশত নম্বরের বাধ্যতামূলক একটি কোর্স পড়তে হয়।বর্তমানে দুই শতাধিক শিক্ষকের তত্ত্বাবধানে সাড়ে ৭ হাজার শিক্ষার্থী লেখাপড়া করছেন।
এই বছর কবির ৪৭ তম মহাপ্রয়াণ দিবসে দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কর্মসূচির মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, কোরআন খতম, দোয়া মাহফিল, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামী সোমবার (২৮শে আগস্ট) সেমিনারে আলোচক হিসেবে থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তারেক রেজা। এছাড়া সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান, সংগীত পরিবেশনা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী করা হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং নজরুল গবেষক অধ্যাপক ড. সৌমিত্র শেখর মনে করেন ,"তরুণ প্রজন্মের উচিত হবে কবি নজরুলের গল্প, উপন্যাস, কবিতা, জীবনীসহ সকল বিষয় জানা ও তার আদর্শকে লালন করা।"
২৪ দিন ১৪ ঘন্টা ৫৬ মিনিট আগে
৩১৭ দিন ২৩ ঘন্টা ১৩ মিনিট আগে
৩৭০ দিন ১৮ ঘন্টা ১৯ মিনিট আগে
৩৮৫ দিন ২ ঘন্টা ২৮ মিনিট আগে
৩৯২ দিন ৫ ঘন্টা ১২ মিনিট আগে
৩৯২ দিন ৬ ঘন্টা ৩০ মিনিট আগে
৪২৩ দিন ২ মিনিট আগে
৪২৪ দিন ৭ ঘন্টা ১৪ মিনিট আগে