প্রকাশের সময়: 09-03-2025 10:45:28 pm
মাগুরায় ৮ বছরের শিশুসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হল থেকে শুরু হয়ে নজরুল ভাস্কর্য, জয় বাংলা ভাস্কর্যসহ সকল আবাসিক হল প্রদক্ষিণ করে। এসময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল— ‘তুমি কে আমি কে, আছিয়া আছিয়া’, ‘ফাঁসি চাই ফাঁসি চাই, ধর্ষকদের ফাঁসি চাই’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘আমার বোন ধর্ষিত কেন, ইন্টেরিম জবাব দে’, ‘ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘উই ওয়ান্ট জাস্টিস, নো মোর রেপিস্ট’, ‘ধর্ষকদের ঠিকানা, এই বাংলায় হবে না’ ইত্যাদি।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, “আজ আমাদের নারী ও শিশুদের নিরাপত্তা নেই। একটার পর একটা ধর্ষণের ঘটনা ঘটছে, কিন্তু বিচার হচ্ছে না। আমরা আর এই বিচারহীনতা চাই না। ধর্ষকদের এমন বিচার করতে হবে, যেন বাংলার জমিনে আর কোনো ব্যক্তি এমন হীন কাজ করতে সাহস না পায়।”
তারা আরও জানান, তাদের দাবি না মানা হলে আগামীতে আরও বড় কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
এই বিক্ষোভে শিক্ষার্থীদের দৃঢ় প্রত্যয় ও জোরালো স্লোগান ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও ন্যায়বিচারের দাবিকে আরও শক্তিশালী করেছে।
২৩ দিন ১৫ ঘন্টা ৩৫ মিনিট আগে
৩১৬ দিন ২৩ ঘন্টা ৫২ মিনিট আগে
৩৬৯ দিন ১৮ ঘন্টা ৫৮ মিনিট আগে
৩৮৪ দিন ৩ ঘন্টা ৬ মিনিট আগে
৩৯১ দিন ৫ ঘন্টা ৫০ মিনিট আগে
৩৯১ দিন ৭ ঘন্টা ৯ মিনিট আগে
৪২২ দিন ৪০ মিনিট আগে
৪২৩ দিন ৭ ঘন্টা ৫৩ মিনিট আগে