২০১৯ সালের ২৭ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. কামালউদ্দিন আহমদকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে নিয়োগ দেয়া হয়। তার মেয়াদ শেষ হতে আর মাত্র ২ মাস বাকি। তবে বিশ্ববিদ্যালয়ে নানা বিতর্কিত কাজ করে চার বছরের পুরোটা সময় জুড়ে সমালোচনায় ছিলেন তিনি।
কখনো মানবতাবিরোধী আসামি সাকা চৌধুরীর পরিবার সংশ্লিষ্ট কোম্পানিকে টেন্ডার দিয়ে, আইন না মেনে টানা তিন বছর বাজেট নিজে উপস্থাপন না করে অর্থ পরিচালককে দিয়ে উপস্থাপন করে, আইনের তোয়াক্কা না করে নির্বাচনী প্রচারণায় গিয়ে, নিয়ম লঙ্ঘণ করে বিশ্ববিদ্যালয়ের গাড়ি নিজের মেয়ের বিয়েতে ব্যবহার করে, ভিসি না থাকায় তার গাড়ি-অফিস নিজের দখলে নিয়ে ব্যবহারসহ নানা কাজে বিতর্কিত হন তিনি।
বিতর্কিত কর্মকান্ড :
টেন্ডারে অভিযোগ : নতুন ক্যাম্পাসের লেক খননের জন্য ইউআই-এডিএল (জেভি) কোম্পানিকে টেন্ডার দেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এডিএল কোম্পানি একাত্তরের মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সালাউদ্দিন কাদের চৌধুরীসহ তার পরিবারের অনেকের মালিকানাধীন। ওই কোম্পানিকে টেন্ডার দেয়ার জন্য মূল্যায়ন কমিটির (টেক) সভাপতি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. কামালউদ্দিন আহমদ। ২০২২ সালের ২০ জুলাই পরিকল্পনা মন্ত্রণালয়ের সিপিটিইউ এ টেন্ডারের রায়ে উল্লেখ করে, এ কোম্পানিকে টেন্ডার দেবার চুক্তিটি ‘বেআইনি' ও মূল্যায়ন কমিটির সবাই ‘প্রশাসনিকভাবে চরম অদক্ষ’। কমিটি থেকে সবাইকে অপসারণের সুপারিশসহ আর্থিক জরিমানাও করা হয়। এ ঘটনা গণমাধ্যমে উঠে আসলে ট্রেজারারের অদক্ষতার বিষয়ে বিশ্ববিদ্যালয়ে নানা সমালোচনা দেখা যায়।
আইন না মেনে নির্বাচনী প্রচারণায় : ২০২০ সালের অক্টোবরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ও উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ তোয়াক্কা না করে নির্বাচনী প্রচারণায় অংশ নেন ট্রেজারার কামালউদ্দিন আহমদ। কুমিল্লার দাউদকান্দির উপজেলা পরিষদের নির্বাচনে নিজে উপস্থিত হয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আলী সুমনের পক্ষে প্রচারণা চালান তিনি। এরপর সেই ছবি নিজের ফেসবুক টাইমলাইনে আপলোড দেন। ট্রেজারারের এমন কর্মকাণ্ডের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। পাবলিক বিশ্ববিদ্যালয়ের একজন ট্রেজারার হয়ে কোন প্রার্থীর পক্ষে ভোট চাইতে পারেন কি না সেটা নিয়েও প্রশ্ন তুলেন অনেকে। বিষয়টি গণমাধ্যমে উঠে আসলে দাউদকান্দি উপজেলা নির্বাচন অফিসার আশরাফুন নাহার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের একজন ট্রেজারার হিসেবে কেউ নির্বাচনী প্রচারণা অংশগ্রহণ করতে পারেন না। এটা প্রচলিত আইনের পরিপন্থী। এ বিষয়ে কেউ রিটার্নিং অফিসারের বরাবর অভিযোগ দিলে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।’
গাড়ি কেলেঙ্কারী : ভিসি ড. মো. ইমদাদুল হক ২ বার পাবনায় নিজের বাড়িতে গেছেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের গাড়িতে তিনি নিজে তেল কিনে নিয়ে গেছেন। অথচ উল্টো চিত্র দেখা গেছে ট্রেজারার কামালউদ্দিন আহমদের ক্ষেত্রে। তিনি প্রায় সাপ্তাহিক ছুটির দিনে নিজের এলাকায় কুমিল্লার দাউদকান্দিতে বিশ্ববিদ্যালয়ের গাড়ি নিয়ে যান। ট্রেজারারের জন্য বরাদ্দ গাড়ি বাদেও বিশ্ববিদ্যালয়ের অন্য গাড়ি ব্যবহার করলেও জ্বালানী খরচ দেন না। এমনকি ২০২০ সালের মেয়ের বিয়েতে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি গাড়ি ব্যবহার করেছেন ট্রেজারার। ব্যক্তিগত কাজে গাড়ি ব্যবহার করলেও পরিবহন কমিটির আহবায়কের প্রভাব খাটিয়ে কোন বিল দেননি তিনি। এ নিয়ে শিক্ষক-কর্মকর্তাদের সমালোচনা করতে দেখা যায়। এছাড়া সম্প্রতি ছুটি নিয়ে ৩৮ দিন হজ্জে থাকাকালীন সময়ে ট্রেজারারের গাড়ি তার পরিবারিক কাজে ব্যবহার করেছেন।
জানা গেছে, ফের ট্রেজারার হওয়ার জন্য কামালউদ্দিনের নাম প্রস্তাবের ফাইল শিক্ষামন্ত্রণালয়ে রয়েছে। কামালউদ্দিন আহমদকে ট্রেজারার হিসেবে নিয়োগে প্রথমবারের মতো লবিং তদবির করছেন তার ভগ্নিপতি কুমিল্লা-১ আসনের এমপি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভুইয়া।
এবিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. লুৎফর রহমান বলেন, শিক্ষক সমিতির সাধারণ সভার সকলের মত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে কোন এক প্রফেসরকে ট্রেজারার পদে নিয়োগ দেয়া হোক।এজন্য আমরা শিক্ষামন্ত্রী, ভিসি ও শিক্ষা সচিবে কাছে চিঠি দিয়েছি।
সামগ্রিক বিষয়ে জানতে ট্রেজারার প্রফেসর ড. কামালউদ্দিন আহমদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার পর তিনি বলেন, এ বিষয়ে আমি কথা বলতে চাই না। অনিচ্ছা প্রকাশ করে কল কেটে দেন।
৫ দিন ২২ ঘন্টা ৫১ মিনিট আগে
৬ দিন ২২ ঘন্টা ৩৭ মিনিট আগে
৬ দিন ২২ ঘন্টা ৩৯ মিনিট আগে
১২ দিন ৩ ঘন্টা ৭ মিনিট আগে
১৩ দিন ২৩ ঘন্টা ৩ মিনিট আগে
১৩ দিন ২৩ ঘন্টা ৪ মিনিট আগে
১৭ দিন ১৯ ঘন্টা ৩৪ মিনিট আগে
১৮ দিন ৪ ঘন্টা ৪ মিনিট আগে