ড. ইউনূসকে যা বললেন মোদি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ভারত ডোমারে সাংবাদিক নির্যাতন, গ্রেপ্তার-১ ঝিনাইদহে কবরস্থানে বসবাস করছে অসহায় পরিবার, সাহায্যের আহ্বান বাবা-মায়ের শেষকৃত্য সম্পন্ন, জানল না শিশু আরাধ্য সবার পাঠশালার শীর্ষ নেতৃত্বে সিহাব-প্রাণহরি মোংলা বন্দরে নতুন আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে আগ্রহী চীন হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ মধুপুরে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিউটি পার্লারের নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে ইসলামী ছাত্রশিবিরের সাবেক এবং বর্তমান জনশক্তিদের নিয়ে ঈদ পুণর্মিলনী পূর্ব সোনার পাড়া আদর্শ সামাজিক সংঘ এর আলোচনা সভা ও ঈদ পূণর্মিলনী সম্পন্ন। শার্শার বিভিন্ন ইউনিয়নে বিএনপি নেতৃবৃন্দের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় কুলিয়ারচরে ফরিদপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্ভোধন কুলিয়ারচরে স্মারক জয়ন্তী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঈদের ছুটিতে ঝিনাইগাতীর গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের আগমন জমজমাট লালপুরে স্ত্রী সন্তানের ওপর রাগ করে নিজের বাড়িতে আগুন তরুণদের ‘থ্রি-জিরো’ ব্যক্তি হিসেবে নিজেকে তৈরির আহ্বান জানালেন ড. বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর ইউনূস ২-৪ বছর থাকলে দেশ সিঙ্গাপুর-মালয়েশিয়ার পথে এগিয়ে যাবে : ব্যারিস্টার ফুয়াদ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে'

জবিস্থ ঝিনাইদহ জেলা ছাত্র কল্যানের নেতৃত্বে অভিষেক-ইমরান


জবিস্থ ঝিনাইদহ জেলা ছাত্র কল্যাণের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতির নির্বাচিত হয়েছেন দর্শন বিভাগের শিক্ষার্থী অভিষেক সাহা এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাংলা বিভাগের ইমরান হুসাইন। 


আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির উপদেষ্টা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমন্ডলীসহ সকল সাবেক নেতৃবৃন্দের সম্মতিতে এ কমিটি ঘোষণা করা হয়। আগামী এক বছরের জন্য উক্ত কমিটির অনুমোদন দেয়া হয়েছে। নব গঠিত এ কমিটি সমন্বয়ক হিসেবে আছেন সুবর্ণ আসসাইফ সহ জান্নাতুল ফেরদৌস জান্নাত এবং এহসানুল হক রকি।


কমিটিতে অন্যান্যপদে সহ-সভাপতি হিসেবে আছেন মোঃ অন্তিক হক, সাহান উদ্দিন, পারভেজ হাসান, শাহরিয়ার শাকিল, নাজমুল হাসান, আরাফাত আহমেদ, নুসরাত জাহান তনি, তানজু আরা চন্দ্রা, তুষার ইমরান, স্বপন বিশ্বাস, পরেশ বিশ্বাস, সাজিয়া সুলতানা, রুবাইয়া ইসলাম ও আফসানা আরাবী। এবং যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে আছেন, আব্দুল্লাহ আল নাইম, জাহিদ হাসান পারভেজ, সুব্রত পাল প্রীতম, আহাদ মোহাম্মদ তাহমিদ দ্বীপ, রাইসুল ইসলাম, তানভীর হাসান রোহান, জান্নাতুল মাওয়া শশী, মাহিরা খান মিতা, তুষার জোয়ার্দার, মাহমুদা জোহরত, মিম আফরোজ রাই, ইস্মিতা রিয়া, সামিয়া নাজ তুলি ও মেহেদী হাসান রিমনকে। 


এছাড়া শাহরিয়ার ইমন, আব্দুল্লাহ আল সাদাত, মাহফুজ হাসান, রাকিবুল ইসলাম, সায়েম রেজা, সিফাত ফয়সাল, হাসান আহমেদ, ফাওজিয়া ফারিয়া, শারমিন আক্তার, আফজাল হোসাইনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।


কমিটিতে রাব্বী আহমেদকে দপ্তর সম্পাদক ও মিজানুর রহমানকে উপ-দপ্তর সম্পাদক করা হয়েছে। এছাড়াও অন্তর বিশ্বাসকে প্রচার সম্পাদক ও মুহিব জোয়াদ্দারকে উপ-প্রচার সম্পাদক করা হয়েছে।


ছাত্র কল্যাণের নবনির্বাচিত সভাপতি অভিষেক সাহা বলেন, ছাত্র কল্যান একটি ভালোবাসার সংগঠন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঝিনাইদহ জেলা থেকে আগত সকল ভাই-বোনের যেকোন সমস্যায় আমরা যথা সম্ভব চেষ্টা করবো সর্বোচ্চ সর্বোচ্চ সহযোগিতা করার। 


উল্লেখ্য,২০১৭ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঝিনাইদহ জেলা থেকে আগত শিক্ষার্থীদের নানাবিধ সমস্যার সমাধানে, পারষ্পরিক আন্তঃসম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে গড়ে উঠে সংগঠনটি। বর্তমানে ঝিনাইদহ জেলা থেকে আগত ৫ শতাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে।

আরও খবর