'শরতের ঐ নীল আকাশে ভেসে যায় মন, সাদা মেঘের ভেলায় ভাসে শুভ্র কাশবন ' শরতের আগমনে উৎসবমুখর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ।
রবিবার ( ৮ই সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে শরৎ উৎসবের এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. রইছ উদ্দিন আহমেদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড.আতিয়ার রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের অন্যান্য শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে প্রফেসর ড. রইছ উদ্দিন আহমেদ বলেন, যৌবন বিকশিত হয় যৌবনের আকাশে। আমি আপনাদের প্রোগ্রামে এসে স্মৃতিকাতর হয়ে গেছি। ছাত্র জীবনের শরৎ কালের সেই সোনালী দিনের কথা মনে পড়ে যাচ্ছে। সাদা আকাশ চারদিকে কাশফুলে ভরপুর ছিল তবে বর্তমানে আমরা নিজেরা এসব ধ্বংস করে ফেলছি। আমাদের পরিবেশ ও ঋতুকে রক্ষা করতে হবে।
প্রোগ্রামের অর্থ উপ-কমিটির আহবায়ক ও ড.কামাল হোসেন বলেন , এদেশ ষড়ঋতুর দেশ। ছয়টি ঋতুর মধ্যে শরৎ হচ্ছে একটি বিশেষ ঋতু।এই ঋতু নিয়ে অনেক কবি সাহিত্যকগন সাহিত্য রচনা করেছেন। আমরা তাদের কাছে কৃতজ্ঞ।
দিনভর বাঙালির ইতিহাস, ঐতিহ্যের নানা প্রদর্শণীর পর সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে শেষ হয়।
৫ দিন ২২ ঘন্টা ৫১ মিনিট আগে
৬ দিন ২২ ঘন্টা ৩৭ মিনিট আগে
৬ দিন ২২ ঘন্টা ৩৯ মিনিট আগে
১২ দিন ৩ ঘন্টা ৭ মিনিট আগে
১৩ দিন ২৩ ঘন্টা ৩ মিনিট আগে
১৩ দিন ২৩ ঘন্টা ৪ মিনিট আগে
১৭ দিন ১৯ ঘন্টা ৩৪ মিনিট আগে
১৮ দিন ৪ ঘন্টা ৪ মিনিট আগে