জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ে কৃতিত্বপূর্ণ ফলাফল (সিজিপিএ) অর্জনের স্বীকৃতি হিসেবে শিক্ষার্থীদের মধ্যে 'চেয়ারম্যান'স অ্যাওয়ার্ড' প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে ইংরেজি বিভাগ।
রবিবার বিশ্ববিদ্যালয়ে ১০৪ তম একাডেমিক কমিটি সভায় 'চেয়ারম্যান'স অ্যাওয়ার্ড' প্রদানের সিদ্ধান্তটি গৃহীত হয়েছে বলে নিশ্চিত করেছেন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ মমিন উদ্দীন।
তিনি আরও জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ বরাবরই অন্য বিভাগ থেকে আলাদা। শিক্ষার্থীদের মাঝে পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি করতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পরীক্ষায় যে সকল শিক্ষার্থী ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করবে তাদের এ পুরস্কার দেওয়া হবে এবং যার ধারাবাহিকতা চলমান থাকবে।
এরই অংশ হিসেবে, প্রথমবারে মতো বিভাগে চলমান ১৪ ও ১৩ তম ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে যারা মেধা তলিকায় (সিজিপিএ অনুসারে) ১ম, ২য় ও ৩য় হয়েছে, সেসকল শিক্ষার্থী এবার অ্যাওয়ার্ড প্রাপ্তির জন্য মনোনীত হবে।
উল্লেখ্য, সর্বশেষ বিভাগীয় কমিটি সভায় 'ইংরেজি বিভাগ অ্যালামনাই এসোসিয়েশন' গঠনের উদ্যোগও গ্রহণ করা হয়েছে। যার কার্যক্রম অতিশীঘ্র শুরু হবে।
৫ দিন ২২ ঘন্টা ৫১ মিনিট আগে
৬ দিন ২২ ঘন্টা ৩৭ মিনিট আগে
৬ দিন ২২ ঘন্টা ৩৯ মিনিট আগে
১২ দিন ৩ ঘন্টা ৭ মিনিট আগে
১৩ দিন ২৩ ঘন্টা ৩ মিনিট আগে
১৩ দিন ২৩ ঘন্টা ৪ মিনিট আগে
১৭ দিন ১৯ ঘন্টা ৩৪ মিনিট আগে
১৮ দিন ৪ ঘন্টা ৪ মিনিট আগে