করাচি-চট্টগ্রাম সরাসরি নৌযান চলাচলকে স্বাগত জানিয়েছে দুই পক্ষ: পাকিস্তান লালপুরে চাঁদা না পেয়ে মারপিট ওপ্রকাশ্যে গুলি, আহত ১ রাজশাহী রেঞ্জ ও জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন গোদাগাড়ী থানার রুহুল আমিন তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল গফুরকে নিয়ে অপপ্রচারে তৃণমূল বিএনপির তীব্র ক্ষোভ গাইবান্ধায় আগুনে পুড়লো ৫ দোকান; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি শ্যামনগরে দাখিল পরীক্ষায় ১১ শিক্ষার্থী ও ১২ শিক্ষক বহিস্কার পশ্চিম সুন্দরবনে বিরল প্রজাতির কচ্ছপ অবমুক্ত Take early steps to resolve waterlogging in Dhaka রায়হান-সাইদুরের নেতৃত্বে কুবির গাউসিয়া কমিটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক‌ লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু। একজন চালকের হাতে শত শত দায়িত্ব নির্ভর করে : মৌলভীবাজার জেলা প্রশাসক জয়পুরহাটে মাদ্রাসার সৌন্দর্য বর্ধনে বৃক্ষ রোপনের ব্যতিক্রমী উদ্যোগ পাঁচবিবিতে দুই দিনব্যাপি গ্রীষ্মকালীন ফসল উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুরে নকল সরবরাহের অভিযোগে শিক্ষক গ্রেফতার দেবহাটায় এসএসসি পরীক্ষার্থীদের মাঝে তরুণ দলের পানি ও স্যালাইন বিতরণ বাঘায় জেলা প্রশাসকের সাথে উপজেলা প্রশাসনের মত বিনিময় সভা অনুষ্ঠিত বরিশাল বিশ্ববিদ্যালয় বাংলা সংসদের ভিপি শহিদুল, জিএস ইনামুল আদমদীঘিতে ইভটিজিং করায় যুবকের জেল-জরিমানা বগুড়ার জেলা প্রশাসকের আদমদীঘির বিভিন্ন দপ্তর পরিদর্শন

ব্রাহ্ম স্কুল আজকের জগন্নাথ বিশ্ববিদ্যালয়: প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে কী ভাবছেন শিক্ষার্থীরা ?

admin - দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-10-2022 05:37:49 pm

ফাইল ছবি


মোহাম্মদ ইয়াছিন ইসলাম 


১৮৫৮ সালে প্রতিষ্ঠিত ব্রাহ্ম স্কুলের পরিবর্তিত রূপই আজকের জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ১৮৭২ সালে বালিয়াটির জমিদার কিশোরী লাল রায় তাঁর পিতা জগন্নাথ রায় চৌধুরীর নামে এই বিদ্যাপীঠের নামকরণ করেন। ১৮৮৪ সালে এটি একটি দ্বিতীয় শ্রেণীর কলেজ ও ১৯০৮ সালে প্রথম শ্রেণীর কলেজে পরিণত হয়। এই সময় এটিই ছিল ঢাকার উচ্চ শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে জগন্নাথ কলেজের স্নাতক ও স্নাতকোত্তর কার্যক্রম বন্ধ করে ইন্টারমিডিয়েট কলেজে অবনমিত করা হয়। তৎকালীন জগন্নাথ কলেজের ডিগ্রির শিক্ষক, শিক্ষার্থী, গ্রন্থাগারের বই পুস্তক ও জার্নাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার সাজাতে তৎকালীন জগন্নাথ কলেজ গ্রন্থাগারের ৫০ ভাগ বই দান করা হয়। ২০০৫ সালে জাতীয় সংসদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫ পাসের মাধ্যমে এটি পরিপূর্ণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। নানা চড়াই উতরাই পেরিয়ে বিশ্ববিদ্যালয় হিসেবে আগামী ২০ অক্টোবর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে তাই নবীন শিক্ষার্থীদের অনুভূতি তুলে ধরেছেন

 ••• মোহাম্মদ ইয়াছিন ইসলাম-



শিক্ষার্থী হিসেবে গর্বিত আমি


সাফল্যের ১৭ বছর পূর্ণ করে ১৮ বছরের পদার্পণ করতে যাচ্ছে প্রাণের বিদ্যাপীঠ যাবে সেই সাথে ১৬৫ বছরের পদার্পণ করছে ঐতিহ্যবাহী এই প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানটি। ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জবির একজন শিক্ষার্থী হিসেবে অংশ নিতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। যদিও শোনা যাচ্ছে বিগত বছরগুলোর তুলনায় এ বছর একটু সাদামাটা ভাবেই উদযাপিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস। তবুও বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিবস উদযাপনের অনুভূতিটা সত্যিই অসাধারণ। চারুকলা চিত্রকর আর আলোকসজ্জা উদযাপিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস। শাড়ি পাঞ্জাবির মেলার হারিয়ে যাওয়া কি চাই আর জন্মদিনের হিসেবে। সকল বাধা-বিপত্তি অতিক্রম করে অবহেলা উপেক্ষা করে এগিয়ে যাওয়ার জন্য এগিয়ে নিয়ে যাও তোমাতে অধ্যায়নরত প্রতিটি শিক্ষার্থীর স্বপ্ন বিশ্বের বুকে তুলে ধরবে তোমার নাম।



• সাবরিন সুলতানা তিশা



নতুন দিনে নব প্রত্যাশা


নব্যজবিয়ান হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্মদিনে আমার অনুভূতি মিশ্র। পরিচয়টা খুব অল্পদিনের হলেও অনুভূতির কিন্তু কোনো কমতি নেই । সাত একরের ক্যাম্পাসের প্রতিটি জায়গার সাথে তৈরি হয়েছে এক অন্যরকম সখ্যতা। হাজারো সমস্যাকে অতিক্রম করে আমার বিশ্ববিদ্যালয় সতেরো পেরিয়ে ১৮ বছরে পা রাখতে চলেছে । এজন্য সত্যিই এক আনন্দকর আবেগঘন মুহূর্ত। ২০০৫ সালের ২০শে অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। হাজারো সমস্যা, বাধা-বিপত্তির মুখোমুখি হয়েও জবিয়ানরা হেরে যায়নি । বরং নতুন উদ্যমে এগিয়ে চলেছে। আগামী বছরগুলোতেও যেন আমরা জবিয়ানরা সমস্ত বাধা-বিপত্তি ,পাওয়া -না পাওয়ার আক্ষেপকে দূরে ঠেলে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছাতে পারি , সেই সাথে এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে । নব্যজবিয়ান হিসেবে এই আমার কামনা।



• রাজিয়া আক্তার রিমু 


সীমাবদ্ধতার মাঝেই সুখ খুঁজি


একটি নাম, একটি আবেগ , একটি অনুভূতি। হাজারো স্বপ্নচারীর কাঙ্খিত পথ পাড়ি দেওয়ার এক সোপান এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়। প্রতিদিন হাজারো তরুণ-তরুণীর আবেগ যেখানে মিশ্রিত হয় মাত্র ৭ একরের ক্যাম্পাসে। পরিচিত জায়গা সেই শান্ত চত্ত্বর, কাঁঠাল তলা বিবিএ ভবন। এই ছোট ক্যাম্পাসটি আমাদের জবিয়ানদের যেখানে ভ্রাতৃত্বের বন্ধন খুবই অদম্য। হাজার হাজার একরের ক্যাম্পাসধারীদের চেয়েও আমাদের বন্ধন একটু বেশিই, কারন ক্লাস শেষে বের হলেই এক ঝটকায় পরিচিত মুখগুলো সামনে পরে। আফসোস বাংলাদেশের অন্যতম একটি ভালো মানের বিশ্ববিদ্যালয় হয়েও বার বার অবহেলিত হচ্ছে আমার বিশ্ববিদ্যালয় । কিন্তু সেই অবহেলাকেই করেছে শক্তিতে রুপান্তর, হয়েছে আত্মশক্তিতে বলীয়ান।আমাদের কোনো হল নেই এটি আমাদের সীমাবদ্ধতা কিন্তু এই সীমাবদ্ধতা আমাদের দমাতে পারেনি। আমরা একসঙ্গে সামনে অগ্রসর হচ্ছি। আমাদের প্রতিবন্ধকতাগুলোকে চৈতন্যে রুপ দিয়ে সুবিন্যস্ত করেচি হাজারো রুপকথার গল্প।আমাদের মধ্যে থেকেই তৈরি হয়েছে,হচ্ছে, হবে অসংখ্য অনুপ্রাণিত মানুষ ।



জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১৮তে পদার্পণ করেছে, সূদুর প্রসারিত পথ পাড়ি দিয়ে জগন্নাথ আজ শুধু একটা নাম না, এটি একটি অনুভূতি, ভালোবাসা আবেগের নাম।জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখন হাজারো স্বপ্নচারী শিক্ষার্থীদের স্বপ্ন।  



• নাঈম হাসান আব্দুল্লাহ


আরও খবর