জবি প্রতিনিধি,
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে এসে এক শিক্ষার্থী পরীক্ষার হলে শারীরিক অসুস্থতার জন্য অজ্ঞান হয়ে পড়েছে।
আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আয়শা আনন্নামা নামের ওই শিক্ষার্থীর বাড়ি গাজীপুর। তিনি বলেন ১২ তরিখ আমি ঢাকায় আসছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ছিল গতকাল। আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ছিল। পরীক্ষার হলে এসে এমসিকিউ প্রশ্ন সলভ করার পর আমি অসুস্থ হয়ে পড়েছি।
আমি আর পরে পরীক্ষা দিতে চাইনি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে গিয়ে দেখা যায় শিক্ষার্থী এখন স্বাভাবিক অবস্থায় আছে। তার পরিবারের সদস্যের সাথে যোগাযোগ করা হয়েছে।
ডেপুটি চীফ মেডিকেল অফিসার ডা. মিতা শবনম বলেন, আমরা পেশার চেক করেছি। তিনি জার্নি করে অসুস্থ পড়েন। তাঁকে পরীক্ষা দেওয়ার কথা জিজ্ঞাসা করলে তিনি পরীক্ষা দিতে চাননি।
এ বারের ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৫৯০টি আসনের বিপরীতে ২৪ হাজার ৯৫৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এ হিসেবে প্রতি আসনের জন্য পরীক্ষার্থী ৪৩ জন
৫ দিন ২২ ঘন্টা ৫১ মিনিট আগে
৬ দিন ২২ ঘন্টা ৩৭ মিনিট আগে
৬ দিন ২২ ঘন্টা ৩৯ মিনিট আগে
১২ দিন ৩ ঘন্টা ৭ মিনিট আগে
১৩ দিন ২৩ ঘন্টা ৩ মিনিট আগে
১৩ দিন ২৩ ঘন্টা ৪ মিনিট আগে
১৭ দিন ১৯ ঘন্টা ৩৪ মিনিট আগে
১৮ দিন ৪ ঘন্টা ৪ মিনিট আগে