যারা অকারণে অন্যকে আ'ঘা'ত করে ক'ষ্ট দেয়, তারা কখনো উপলব্ধি করতে পারে না, অপর প্রান্তে থাকা মানুষটি! কতটা ক'ষ্ট পায় য'ন্ত্র'ণা ভো'গ করে, কারণ! তাদের হাত-পা নাক-কান, মুখ সব কিছু থাকলেও
বি'বেক ও ম'নুষ্যত্ব নামক বস্তু দুটিই থাকে না;
ম'নুষ্যত্ব ও বি'বেকহী'ন মানুষ গুলো মানুষের মতই দেখতে, কিন্তু! এরা আর যাইহোক মানুষ হতে পারেনি, এদের চেয়ে বনের পশুরা বরং অনেক ভালো, একজন অন্যজনের ব্য'থায় ব্য'থিত হয়, একজন অন্যজনের সুখ-দুঃ'খের সাথী হয়, কিন্তু ব'হুরূপী মু'খোশ পরা এসব মানুষ রুপিরা কখনোই তা করে না;
শুনেছি-- "নিজের বুঝ পা'গ'লেও বুঝে", কিন্তু! স্বা'র্থ'প'র এসব নামের মানুষ গুলোকে দেখে জানলাম কেউ কেউ নিজের বুঝটা ষোলো আনা বুঝলেও পরেরটা এক আনাও বুঝে না, এদের কাছে নিজের ভালো থাকাটাই সব, এরা নিজে ভালো থাকার জন্য অন্যের ভালো থাকা কেঁ'ড়ে নিতে দু'বারও ভাবে না;
মনে রাখবেন-- বি'বেক ও ম'নুষ্যত্বহী'ন মানুষ গুলোর কাছ থেকে আপনি যার যা-ই হোক কখনো কোনো কিছুর আশা কিংবা প্র'ত্যাশা রাখতে যাবেন না, রাখবেন তো আরও ম'র'বে'ন, আপনার অতি আপন মানুষটিও যদি এমন ধারার হয়ে থাকে তবে মায়া কা'টি'য়ে উঠে এ সম্পর্ক থেকে বেরিয়ে আসুন, প্রয়োজনে একা থাকুন তবুও বি'বেক ও ম'নুষ্যত্বহী'ন মানুষের সাথে থাকতে যাবেন না, কারণ! এরা কখনোই আপনার ত্যা'গ তি'তি'ক্ষা, ক্ষমা কিংবা ভালোবাসার মূল্যায়ন করবে না, এদের জন্য যত করবেন তত দো'ষের ভা'গীই হবেন তাই সময় থাকতে এসব মানুষের স'ঙ্গ ছাড়ুন ভালো থাকুন এবং মা'নসিক শান্তিতে থাকুন।
লেখক : প্রণব মন্ডল।
৩ দিন ২১ ঘন্টা ১ মিনিট আগে
৪ দিন ২১ ঘন্টা ৪০ মিনিট আগে
৮ দিন ২০ ঘন্টা ২৭ মিনিট আগে
৩৯ দিন ২৩ ঘন্টা ৩৪ মিনিট আগে
৪১ দিন ২০ ঘন্টা ৪ মিনিট আগে
৪৩ দিন ২০ ঘন্টা ২৮ মিনিট আগে
৪৩ দিন ২০ ঘন্টা ৩০ মিনিট আগে
৪৬ দিন ১৮ ঘন্টা ৫৬ মিনিট আগে