অ'র্থহীন কিংবা ক'র্মহীন মানুষ গুলো একেকটা বোঝা, কেউ পরিবারের বোঝা তো কেউ সমাজের বোঝা, এই মানুষ গুলো বেঁচে থাকে এক বুক ক'ষ্ট নিয়ে, ভাত খায় চোখ ভরা অশ্রু নিয়ে, ঘুমাতে যায় এক আকাশ আ'ক্ষেপ আর দী'র্ঘশ্বাস নিয়ে;
অ'র্থহীন মানুষ কখনো কারো কাছে সম্মান পায় না, ছোট - বড়, ঘর - বাহির সব জায়গায় সবার কাছেই এরা অ'বহেলিত ও গু'রুত্বহীন;
অ'র্থহীন মানুষ গুলোর জীবনটা কাটে পরগাছার মতো, এদের কোনো নিজস্বতা নেই, নিজস্বতা থাকতে পারে না, কারণ! এদের চলতে হয় অন্যের মন যুগিয়ে অন্যের ইচ্ছে মত;
বাস্তবতা বড্ড ক'ঠিন, এখানে রোজ এমন অনেক ঘটনাই ঘটে যা আপনি মেনে নিতে পারবেন না, তবুও মানিয়ে নিয়েই চলতে হবে, মানিয়ে নিতে নিতে যখন আপনার দেখালে পিঠ ঠেকে যাবে তখন অনেক সময়-ই আপনার মনে হবে-- নিজেকে শেষ করে দেওয়াটায়াই একমাত্র পথ খোলা আছে, আ'ত্ন'হ'ত্যা'ই সব স'মস্যার সমাধান;
আপনি যদি অ'র্থহীন কিংবা ক'র্মহীন হয়ে থাকেন, আর তার উপর যদি আবার হন মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত
তবে জীবনের নানা প্রান্তে, নানান উ'ত্থান প'তনে ঘুরেফিরে এই চিন্তা ভাবনা গুলো আসবেই আসবে;
যদি ইতিমধ্যেই আপনার জীবনে এই সিচুয়েশনটা এসে থাকে কিংবা ভবিষ্যতে কখনো আসে, তবে আমি বলবো ল'ড়াইয়ের ময়নে যু'দ্ধটা অর্ধেক করে হে'রে পালিয়ে যাবেন না, জানি এই যু'দ্ধটা আর পাঁচটা যু'দ্ধের মত সাধারণ যু'দ্ধ না, ভীষণ-ই ক'ঠিন একটা যু'দ্ধ, কখনো নিজের সাথে নিজের, কখনো ভাগ্যের সাথে কখনো পরিবার কিংবা পরিস্থিতির সাথে সব সময় যু'দ্ধটা করেই যেতে হয়;
মনে রাখবেন! বীর যো'দ্ধারা কখনো হারে না, আর হা'রার আগে হা'র মেনে নিয়ে পালিয়ে যাওয়ার তো প্রশ্নই আসে না, তাই যতই ক'ষ্ট হোক, যু'দ্ধটা ক'ঠিন হোক তবুও ল'ড়ে যান, কারণ! ল'ড়ে যাওয়ার নাম-ই জীবন।
"অ'র্থহীন কিংবা ক'র্মহীন মানুষ গুলো একেকটা বোঝা"
লেখক : প্রণব মন্ডল।
৩ দিন ২০ ঘন্টা ৫৭ মিনিট আগে
৪ দিন ২১ ঘন্টা ৩৬ মিনিট আগে
৮ দিন ২০ ঘন্টা ২২ মিনিট আগে
৩৯ দিন ২৩ ঘন্টা ২৯ মিনিট আগে
৪১ দিন ১৯ ঘন্টা ৫৯ মিনিট আগে
৪৩ দিন ২০ ঘন্টা ২৪ মিনিট আগে
৪৩ দিন ২০ ঘন্টা ২৫ মিনিট আগে
৪৬ দিন ১৮ ঘন্টা ৫২ মিনিট আগে