আবারও বাগযুদ্ধ: বাড়বে বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েন? লালপুরে বিএডিসির 'পানাসি' সেচ উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও কুবির ভর্তিযুদ্ধ কাল; আসনপ্রতি লড়বেন ‘এ’ ইউনিটে ৯৩ ও ‘সি’ ইউনিটে ৪১ শিল্পায়নের নামে হাইল হাওরে পরিবেশ বিধ্বংসী প্রকল্প, ফুঁসে উঠেছেন স্থানীয়রা মাত্র ৪০হাজার টাকায় বিক্রি করে ফেলা শিশুটিকে উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ মোংলায় ৩১ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড শ্রীধরপুর ইমাম পরিষদের উদ্যোগে ইসরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত লালপুরে চাঁদা না পেয়ে মারপিট ওপ্রকাশ্যে গুলি, আহত ১ করাচি-চট্টগ্রাম সরাসরি নৌযান চলাচলকে স্বাগত জানিয়েছে দুই পক্ষ: পাকিস্তান লালপুরে চাঁদা না পেয়ে মারপিট ওপ্রকাশ্যে গুলি, আহত ১ রাজশাহী রেঞ্জ ও জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন গোদাগাড়ী থানার রুহুল আমিন তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল গফুরকে নিয়ে অপপ্রচারে তৃণমূল বিএনপির তীব্র ক্ষোভ গাইবান্ধায় আগুনে পুড়লো ৫ দোকান; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি শ্যামনগরে দাখিল পরীক্ষায় ১১ শিক্ষার্থী ও ১২ শিক্ষক বহিস্কার পশ্চিম সুন্দরবনে বিরল প্রজাতির কচ্ছপ অবমুক্ত Take early steps to resolve waterlogging in Dhaka রায়হান-সাইদুরের নেতৃত্বে কুবির গাউসিয়া কমিটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক‌ লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু।

মানুষের জীবন কখনো সুখের সমান্তরাল রেখায় চলে না।

জীবন কখনোই সুখের সমান্তরাল রেখায় চলে না, চলতে পারে না, জীবন আসলে সব সময় সুখ-দুঃ'খে'র ব্যস্তানুপাতিক হারে চলে, এখানে হোঁ'চ'ট খেয়ে পড়ে যাওয়ার ক'ষ্ট যেমন আছে ঠিক তেমনি উঠে দাঁড়ানোর শান্তিও আছে, এখানে আ'ঘা'ত পেয়ে ভে'ঙ্গে চু'র'মা'র হওয়ার তী'ব্র ব্য'থা যেমন আছে, ঠিক তেমনি ঘুরে দাঁড়ানোর অনাবিল আনন্দও আছে, এক জীবনে সুখ যেমন আছে, দুঃ'খও তেমন থাকবেই তাই সুখ - দুঃ'খ হচ্ছে আমাদের জীবনে মুদ্রার এপিঠ - ওপিঠ এর মত;

জীবনের প্রতিটি বাকেই সুখের আশা করতে নেই, দুঃ'খের পালা আসলেই সেটাকে আঁ'ক'ড়ে ধরে ক'ষ্টে'র স্রো'তে ভা'সতে নেই, বরং দুঃ'খ আসলে নিজের ধৈ'র্য -শ'ক্তি, বু'দ্ধির সবটা দিয়ে সেটাকে মো'কা'বি'লা করা উচিত, হোঁ'চ'ট খেলে পড়ে গেলে ঘুরে দাঁড়ানো উচিত, থ'ম'কে না গিয়ে এগিয়ে চলা উচিত-- ''আমি পারবো আমাকে পারতেই হবে''এই আত্নবিশ্বাসের মশাল জ্বেলে ;

দু'দিনের দুনিয়ায় কদিনই বা বাঁ'চ'বো কে? আজ আছি কাল হয়তো থাকবো না, তাই কালকের ভালো থাকার দু'শ্চি'ন্তা'য় আজকের ভালো থাকাটা যাতে কেউ ন'ষ্ট না করি, আজ যদি ভালো নাও থেকে থাকি! তবুও যেন ডি'প্রে'শ'ন'কে ধ'রে না রেখে উড়িয়ে দেই, কারণ! ডি'প্রে'শ'ন কখনোই কোনো স'ম'স্যা'র স'মা'ধা'ন দিতে পারে না, বরং স'ম'স্যা'র সা'গরে ডু'বি'য়ে দেয়, তাই সব সময় ডি'প্রে'শ'নে'র থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে, বুদ্ধিমত্তার সাথে স'ম'স্যা'র সমাধান খুঁজতে হবে;

আপনি অ'ভা'বে আছেন, কিংবা বে'কা'র'ত্ব বা প্রিয়জন ছেড়ে যাওয়ার ক'ষ্টে আছেন, এটা যদি কারো কাছে প্রকাশ করেন তবে সে আপনার অ'ভা'ব মেটানোর কিংবা বে'কা'র'ত্ব ঘো'চা'নো'র বা প্রিয়জনের সাথে ঘটে যাওয়া স'ম'স্যা সমাধান করে তাকে ফিরিয়ে এনে দেওয়ার চেষ্টা করবে না কোনোদিন বরং ব্যস্ততা কিংবা অন্য কোনো অ'জু'হা'তে সে আপনার সাথে যোগাযোগ রাখা বন্ধ করে দিবে, কারো কারো কাছে আপনার অভাব কিংবা সমস্যার বিষয় নিয়ে নানা কথা ইনিয়েবিনিয়ে বলে তাকেও বি'গ'ড়ে দিবে আপনার বি'রু'দ্ধে, আপনার স'ম'স্যা নিয়ে অন্যদের সাথে হাসিঠা'ট্টা করবে, চেষ্টা করবে আপনাকে চারদিক থেকে কো'ণ'ঠা'সা করে দিতে, তাই নিজের অ'ভা'ব নিজেই কাজ করে মেটানোর চেষ্টা করুন, নিজের স'ম'স্যা'র সমাধান নিজেই বের করুন;

মনে রাখবেন! কেঁ'দে কেঁ'দে বাঁ'চার কোন মানে হয় না, এভাবে বাঁ'চাটাকে বেঁ'চে থাকাও বলে না, বাঁ'চতে হয় মূলত হেসে হেসে, ছোট এই জীবনটা কা'টা'তে হয় উপভোগ করে, তাই হাজার স'ম'স্যা'র মধ্যেও নিজেকে ইন্সপায়ার করার জন্য হলেও আসুন মুখে একটু হাসি নিয়েই বাঁচি।

লেখক : প্রণব মন্ডল, কবি এবং শিক্ষার্থী।

Tag
আরও খবর

কলাম : জীবন চক্র

৪ দিন ২১ ঘন্টা ৩৬ মিনিট আগে






একদিন মায়ের শাসন ও ফুরিয়ে যাবে

৪৩ দিন ২০ ঘন্টা ২৫ মিনিট আগে