আমার ভালোবাসার মানুষটি সব সময় বলে... তুমি ভীষণ সুন্দর, আমি তার কথা শুনে হেসে কুটিকুটি হই,
আসলে আমি সুন্দর হই বা না হই, তার দেখার চোখটা ভীষণই সুন্দর;
সবাই যখন কালো বলে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়... সে তখন মনের জালানা খুলে আমার সৌন্দর্যের বর্ণনা দেয়;
মন দেখাটা ভীষণ ক'ঠি'ন... যেটা দেখেছিলো সে,
আসলে! মনের মতো মন ছিলো বলেই না আমার মন দেখেছিলো সে, গায়ের রং কিংবা বাহ্যিক সৌন্দর্যের
প্রেমে পড়াটা আর যাইহোক মোটেও ভালোবাসা নয়, ভালোবাসতে আসলে একটা সুন্দর হৃদয় থাকতে হয়;
আমি পেয়েছি সেই সুন্দর হৃদয়ের মানুষ... যার দৃষ্টিতে আমিই সবার চেয়ে বেশি সুন্দর, এমন একজন মানুষ আসলে মানসিক শান্তির ঠিকানা, যা বহু ভাগ্যের ফলে মিলে, আমি খুবই ভাগ্যবান তাকে নিজের করে পেয়েছি, জীবনে ম'র'ণে সব সময় সব পরিস্থিতিতে তার পাশে থাকব এই অঙ্গিকারই করছি।
লেখক : প্রণব মন্ডল, কবি এবং শিক্ষার্থী।
৩ দিন ২১ ঘন্টা ৪ মিনিট আগে
৪ দিন ২১ ঘন্টা ৪৩ মিনিট আগে
৮ দিন ২০ ঘন্টা ২৯ মিনিট আগে
৩৯ দিন ২৩ ঘন্টা ৩৬ মিনিট আগে
৪১ দিন ২০ ঘন্টা ৬ মিনিট আগে
৪৩ দিন ২০ ঘন্টা ৩১ মিনিট আগে
৪৩ দিন ২০ ঘন্টা ৩২ মিনিট আগে
৪৬ দিন ১৮ ঘন্টা ৫৯ মিনিট আগে