"একদিন আসবে যেদিন আপনি "
প্রণব মন্ডল
-----------------------------------------
একদিন আসবে যেদিন আপনার চোখে মুখে শুধু I'm Not Interested" কথাটাই ভাসবে;
একদিন আসবে যেদিন আপনি মন খা'রাপ গুলোকে তুড়ি মেরে উড়িয়ে দিতে শিখে যাবেন;
একদিন আসবে যেদিন আপনি কাছের - দূরের সবার কাছ থেকেই সব রকম প্র'ত্যা'শা করা ছে'ড়ে দিবেন;
একদিন আসবে যেদিন আপনি দুঃ'খ নামক স্পট গুলোকে হাসি নামক মেকাপে ঢেকে রাখতে শিখে যাবেন;
একদিন আসবে যেদিন আর কারো কোনো কিছুতেই আপনার কোনো কিছু যাবে আসবে না;
একদিন আসবে যেদিন দুঃ'খ-ক'ষ্ট কোনো কিছুই আর আলাদা ভাবে আপনাকে স্প'র্শ করবে না;
একদিন আসবে যেদিন আপনি প্রিয় নামক মানুষটিকে না পাওয়ার ক্ষ'তটাও ভুলে যাবেন;
একদিন আসবে যেদিন আপনি ছে'ড়ে যাওয়া মানুষ গুলোর কথা ভেবে সময় ন'ষ্ট না করে, নিজেকে নিয়ে ভেবে সময়ের মূল্যায়ন করতে শিখে যাবেন;
একদিন আসবে যেদিন আপনি পুরোপুরি ভাবেই আ'বেগ নি'য়ন্ত্রণ করতে শিখে যাবেন;
একদিন আসবে যেদিন আপনি এখনকার করা বো'কামি গুলোর কথা মনে করে, একা একাই নীরবে প্রাণ খুলে হাসবেন;
একদিন আসবে যেদিন আপনি ব্য'থা - বে'দনা সইতে সইতে পা'থরে পরিনত হয়ে যাবেন;
একদিন আসবে যেদিন আপনি-- আপনাকে নিয়ে কে কি ভাবলো, কে কি বললো, এগুলো নিয়ে আর মাথা ঘামাতে যাবেন না;
একদিন আসবে যেদিন আপনি সব কিছু থেকেই নিজেকে মু'ক্ত রাখতে শিখে যাবেন;
একদিন আসবে যেদিন আপনি ভালো - ম'ন্দ সবটাকেই বাস্তবতার অংশ হিসেবে মেনে নিয়ে ভালো থাকতে শিখে যাবেন;
একদিন আসবে যেদিন আপনি মানুষ চিনতে চিনতে এ'কাকীত্বের প্রেমে পড়ে যাবেন;
একদিন আসবে যেদিন আপনি 'যা হচ্ছে হোক' I don't care. ভেবে বাঁ'চতে শিখে যাবেন;
একদিন আসবে যেদিন আপনি এই পৃথিবীর সমস্ত
মা'য়া কাটিয়ে মহা'কালের উদ্দেশ্যে শান্তির যাত্রা করবেন।
===================
যাওয়া টা অসম্ভব।
প্রণব মন্ডল
---------------------------
ভালোবাসি বলে যারা
ঝু'লি'য়ে যায় ফাঁ'সি'র মঞ্চে,
তাদের হৃদয় বলতে কিচ্ছু থাকে না
তারা মানুষ-ই হতে পারেনা এ জন্মে।
প্রতিশ্রুতি দিয়ে যারা
প্রতিশ্রুতি ভা'ঙ্গে অবলীলায়,
রু'হে'র হা'য়ে তারাও একদিন
থাকে কারো অ'ব'হে'লা'য়।
মানুষ মানুষকে ছেড়ে দিলেও
রু'হে'র হা'য় কখনো কাউকে ছাড়ে না,
অ'ন্যা'য়ভাবে করা আ'ঘা'তের হিসাব
সৃষ্টিকর্তা মিটাতে ভু'লে না।
মানুষ যদি হও তবে
প্রতিশ্রুতি দেওয়ার আগে ভেবে নিও,
প্রতিশ্রুতি দিলে গি'র'গি'টি'র মতো রং না বদলিয়ে
প্রতিশ্রুতি রক্ষায় ব্রতী হইও।
থেকে যাওয়াই ভালোবাসা
তাই সব অ'সম্ভব-ই সম্ভব,
পরিস্থিতি যাই হোক
ভালোবাসলে ছেড়ে যাওয়াটা-ই অ'সম্ভব।
====================
১ দিন ১২ ঘন্টা ২৯ মিনিট আগে
৩২ দিন ১৫ ঘন্টা ৩৬ মিনিট আগে
৩৪ দিন ১২ ঘন্টা ৬ মিনিট আগে
৩৬ দিন ১২ ঘন্টা ৩০ মিনিট আগে
৩৬ দিন ১২ ঘন্টা ৩২ মিনিট আগে
৩৯ দিন ১০ ঘন্টা ৫৯ মিনিট আগে
৪৪ দিন ১৩ ঘন্টা ১১ মিনিট আগে
৫১ দিন ১৪ ঘন্টা ২১ মিনিট আগে