তুমি অ'বহেলার পর অ'বহেলা করলে
আমি দুঃ'খের পর দুঃ'খ পেলাম,
তুমি গুরুত্ব কমিয়ে দিলে
আমি দূরত্ব বাড়ালাম।
তুমি মেসেজের পর মেসেজ সিন করলে না
আমি মেসেজ দেওয়া ছেড়ে দিলাম,
তুমি কল ধরেই ব্যস্ততা দেখাতে শুরু করলে
আমি নিজেকে গুটিয়ে নিলাম।
তুমি অ'জুহাত দাঁড় করাতে থাকলে
আমি যোগাযোগ বন্ধ করে দিলাম,
তুমি বিহঙ্গের মতো ডানা ঝাপটাতে লাগলে
আমি সব বন্ধন মুক্ত করলাম।
তুমি নতুন মানুষ খুঁজে নিলে
আমি শো'কে কাতর হইলাম,
তুমি আবার ফিরে আসতে চাইলে
আমি যখন ঘুরে দাঁড়ালাম।
তুমি ফেরার জন্য বেকুল হলে
আমি ফিরেও না তাকালাম,
প্র'তি'শো'ধ নিচ্ছো? তুমি জানতে চাইলে
আমি মুচকি হেসে চলে আসলাম।
ছোট এই জীবনে আর রাজি নই
একবারেই যা ঠ'কার ঠ'কেছি,
এই তো বেশ ভালো আছি
নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি।
লেখক: প্রণব মন্ডল, কবি এবং শিক্ষার্থী।
২৫ দিন ২২ ঘন্টা ৪৪ মিনিট আগে
২৭ দিন ১৯ ঘন্টা ১৪ মিনিট আগে
২৯ দিন ১৯ ঘন্টা ৩৯ মিনিট আগে
২৯ দিন ১৯ ঘন্টা ৪০ মিনিট আগে
৩২ দিন ১৮ ঘন্টা ৭ মিনিট আগে
৩৭ দিন ২০ ঘন্টা ১৯ মিনিট আগে
৪৪ দিন ২১ ঘন্টা ২৯ মিনিট আগে
৬০ দিন ৪ ঘন্টা ৫৭ মিনিট আগে