আমি কখনো কানে ফুল গুজিনি
কেনো জানো প্রিয়?
কারণ! আমি কারো প্রেমিকা হয়ে নয় বরং কারো অর্ধাঙ্গিনী হিসেবে তার হাত থেকে ফুলটা পড়তে চেয়েছি বরাবর।
যেন জীবনের এই ভালো লাগার মুহূর্তটুকু কখনো মুছে ফেলতে না হয়।
কারো প্রেমিকা হয়ে ফুল হয়তো অনেক আগেই পড়তে পারতাম,
কিন্তু সে ফুল পড়াটা জীবনে একদিন সুভাস না ছড়িয়ে
ক'ল'ঙ্কে'র লে'পন হয়ে যেতো, আর আমি তা চাই না।
আমি চাই না আমার ভালোবাসার সেরা মুহুর্তটুকু কোনো দিন হারিয়ে যাক,
বরং আমি চাই তার হাত থেকে কানে ফুল পড়া, হাতে হাত রেখে নিরালায় হেটে চলা,
বৃষ্টিতে ভিজে এ'কাকার হয়ে যাওয়ার ছোট ছোট মুহূর্ত গুলো ভালোবাসার ফ্রেমে বাঁধাই করে রাখতে।
আর আমরা যখন বৃদ্ধ হবো তখন আমাদের ছেলে-মেয়ে, নাতি-নাতনীদের গল্প করে শোনাবো।
জানো প্রিয়!
সবাই তো তাদের ছেলে- মেয়েদের ছোট বেলায় এবং নাতি-নাতনীদের রাজ কুমার ও রাজ কুমারীর গল্প শুনিয়ে ঘুম পাড়ায়,
শেষ বয়সে আমি চাই আমরা সেই রাজ কুমার ও রাজ কুমারী হতে।
আমার এই চাওয়াটাতে কী ভুল কিছু আছে?
জানি না তুমি আমার জীবনে কবে আসবে!
তবে! আমি কিন্তু স্বামী নামক কোনো অভিভাবক চাই না
চাই না,
যে কথায় কথায় শা'স'ন আর স'ন্দে'হ করবে, এমন কাউকে।
আমি স্বামী নামক একজন বন্ধু ও সহযাত্রী চাই,
যে আমার ভু'ল ত্রু'টি'গুলো নিজে চে'চা'মে'চি না করে ভালোবেসে শো'ধরে নিতে শিখাবে,
পাশে থেকে বিপদে অভয় দিবে আর সারাজীবন পাশে থাকবে।
আর আমি তার ছায়া হয়ে পিছন থেকে সারাজীবন তাকে সব কিছু থেকে আগলে রাখবো আর সমস্ত বি'পদে বন্ধু হয়ে পাশে থাকবো।
লেখক : প্রণব মন্ডল, কবি এবং কলামিস্ট।
২৫ দিন ২২ ঘন্টা ৪৭ মিনিট আগে
২৭ দিন ১৯ ঘন্টা ১৭ মিনিট আগে
২৯ দিন ১৯ ঘন্টা ৪২ মিনিট আগে
২৯ দিন ১৯ ঘন্টা ৪৪ মিনিট আগে
৩২ দিন ১৮ ঘন্টা ১০ মিনিট আগে
৩৭ দিন ২০ ঘন্টা ২২ মিনিট আগে
৪৪ দিন ২১ ঘন্টা ৩২ মিনিট আগে
৬০ দিন ৫ ঘন্টা ১ মিনিট আগে