জীবন বড্ড ক'ঠি'ন তার থেকেও বেশি ক'ঠি'ন বাস্তবতা নামের র'ঙ্গমঞ্চ, এখানে কেউ-ই আসলে কারো জন্য ম'রে না, বরং যারা বলে তোমাকে ছাড়া বাঁ'চবো না, তারা তাকে ছাড়া ভীষণ ভালো ভাবেই বাঁচে, কোনো রকম লা'ই'ফ সা'পোর্ট ছাড়া;
তার জন্য কা'ন্না করে কি হবে? যার বি'বেক-ম'নুষ্যত্ব কোন কিছুই নাই! যে ক্ষ'মা'র মা'হা'ত্ম্য'কে দূ'র্বলতা শব্দে মুড়িয়ে দিয়ে উল্লাসে মাতোয়ারা হয়, মনুষ্যত্ব হীন এসব মানুষ রু'পী অ'মানুষ গুলো,-- কু'খ্যাত খু'নিদের থেকে ভ'য়ঙ্কর হওয়া সত্বেও, যথাযথ আইন না থাকায় এরা আইনের ধ'রাছোঁয়ার বাইরে রয়, তাই তো সমাজটা আর আগের মতো পরিস্কার পরিচ্ছন্ন নয়;
যে তোমাকে ছাড়া ভালো আছে,তাকে ছাড়া তোমাকেও ভালো থাকতে হবে, নয়তো তার অনুপস্থিতির অদৃশ্য আ'গুন, তোমাকে পু'ড়িয়ে ছা'র'খা'র করে দিবে, কিন্তু! তবুও তোমার কোনো সৎকার হবে না, তাই অন্যের মধ্যে নিজের ভালো থাকার বীজ বপন করা থেকে সবার বিরত থাকাই শ্রেয়;
নিজেকে ভালো নিজেকেই রাখতে হবে, প্রকৃতপক্ষে কেউ কাউকে ভালো রাখে না, অন্যের মাঝে নিজের ভালো থাকা খোঁজাটা বো'কা'মি ছাড়া আর কিছুই না, কারণ! দিন শেষে কেউ-ই কারো না, আর তাই--
নিজেকে প্রকৃতপক্ষে ভালো রাখার দায়িত্বটা আসলে নিজেকেই নিতে হয়";
ছোট্ট এই তো জীবন! কবেই বা আর উপভোগ করবো? এইটুকু জীবনে এতো সময় যদি অন্যের পিছনেই ন'ষ্ট করি দেই, তবে! একটা সময় নিজের ক'র্মকাণ্ডের জন্য নিজের প্রতিই নিজের আ'ফসোস হবে, "সময় থাকতে কেনো বুঝলাম না সবকিছু" ভেবে, তাই জীবনকে জীবনের বয়ে চলা স্রোত ধারার মধ্য দিয়েই উপভোগ করতে জানতে হবে;
শেষ যাত্রায় অনেকেই সঙ্গে যাবে, কিন্তু! কেউ-ই সঙ্গী হবে না, এটাই যে নি'ষ্ঠুর পৃথিবীর চরম বাস্তবতা, তাই জীবনে বয়ে যেতে কাউকে প্রয়োজন ঠিক আছে কিন্তু যে ছে'ড়ে গেছে কিংবা যে থেকেই জ্বা'লিয়ে মা'রছে তাকে মনে কিংবা জীবনে পুষে না রেখে মুক্তি দেওয়াই উত্তম;
লেখক : প্রণব মন্ডল, কবি এবং কলামিস্ট।
২৫ দিন ২২ ঘন্টা ৪৭ মিনিট আগে
২৭ দিন ১৯ ঘন্টা ১৭ মিনিট আগে
২৯ দিন ১৯ ঘন্টা ৪২ মিনিট আগে
২৯ দিন ১৯ ঘন্টা ৪৪ মিনিট আগে
৩২ দিন ১৮ ঘন্টা ১০ মিনিট আগে
৩৭ দিন ২০ ঘন্টা ২২ মিনিট আগে
৪৪ দিন ২১ ঘন্টা ৩২ মিনিট আগে
৬০ দিন ৫ ঘন্টা ১ মিনিট আগে