জীবনের অপ্রাপ্তি গুলোর হিসেব আমরা খুব পূঙ্খানুপুঙ্খ ভাবেই রেখে দেই। কেননা এ অপ্রাপ্তি গুলো আসেই মূলত আপন মানুষের কাছে থেকে! আপন কিংবা খুব কাছের মানুষ ছাড়া কেউ কারো কাছে কোনো প্রত্যাশা রাখে না। অনধিকার চর্চা করার অভ্যেস খুব কম মানুষেরই আছে।
আর এই প্রত্যাশা কখনো কখনো হতাশ হওয়ার কারণ হয়ে দাঁড়ায়! যে বা যারা আপনাকে বুঝবে না, তারা আপনাকে হতাশ করবেই। তারা আপনার আবেগ-অনুভূতির মূল্য দিবে না, আপনাকে সম্মান করবে না, ভালোবাসবে না।
আর জীবনে প্রাপ্তি আসে অনাঙ্ক্ষিত ভাবেই।
আর যার দরুন মানুষ প্রাপ্তির হিসাবের চাইতে অপ্রাপ্তির হিসেব বেশি করে। অধিকারে বাইরে গিয়ে কেউ কারো কাছে কোনো প্রত্যাশা রাখে না।
প্রাপ্তির চাইতে যখন অপ্রাপ্তির সংখ্যা বেশি হয়, মানুষ তখনই হতাশ হয়ে পড়ে! আর এই হতাশ কিন্তু আপন মানুষ কিংবা খুব কাছের মানুষগুলোই করে।
জীবন যখন চরম ভাবে হতাশাগ্রস্ত হয়, তখন কাছের মানুষগুলোও রূপ বদলায়! ধীরে ধীরে মানুষ যখন নিজেকে একা আবিষ্কার করে, তখন সে তার প্রাপ্তির হিসাব না কষে, অপ্রাপ্তি গুলো নিয়েই দুঃখ আর আফসোস করে!
লেখক : প্রণব মন্ডল, কবি।
২৫ দিন ২২ ঘন্টা ৪৪ মিনিট আগে
২৭ দিন ১৯ ঘন্টা ১৪ মিনিট আগে
২৯ দিন ১৯ ঘন্টা ৩৯ মিনিট আগে
২৯ দিন ১৯ ঘন্টা ৪০ মিনিট আগে
৩২ দিন ১৮ ঘন্টা ৭ মিনিট আগে
৩৭ দিন ২০ ঘন্টা ১৯ মিনিট আগে
৪৪ দিন ২১ ঘন্টা ২৯ মিনিট আগে
৬০ দিন ৪ ঘন্টা ৫৭ মিনিট আগে