পৃথিবীতে ভালোবাসার মানুষের অভাব এটা ভুল কথা। পৃথিবীতে ভালোবাসার মানুষের চেয়ে ভালো রাখার মানুষের অভাব। ভালো থাকা বলতে শুধুই টাকা-পঁয়সা সোনা গহনায় মুড়ানো চকচকে কোনো জীবন নয়, ভালো থাকা বলতে আমি বুঝি একটা মানুষ আরেকটা মানুষকে বুঝতে পারা। তার দু'টো কথা মন দিয়ে শোনার মতো মানুষিকতা থাকা, তার সঙ্গীর ছোট ছোট কাজকে গুরুত্ব দেয়া।আজকাল মানুষ ভালোবেসে দামি ঘড়ি দিলেও সময় দেয় না। ভালো রেস্টুরেন্টে খেলেও খুব আদুরে করে কপালে একটা চুমু খায় না। ওটা লেইম কাজ মনে করে, ওটা লেইম না! ওই ছোট ছোট ব্যাপারগুলোই সম্পর্ক সুন্দর করে।পৃথিবীর কোনো মানুষই নিখুঁত নয়। ভালোবাসি মানে তোমার গালের লালচে ব্রনকেও আমি ভালোবাসি। ভালোবাসি তোমার ছোটখাটো ভুল, তোমার চঞ্চলতা, তোমার রাগ অভিমান সবকিছু। সোনার পালঙ্কে বসে ফেসবুকে দু' চার লাইন ভালোবাসার কথা লেখা সহজ। খরচের পয়শা বাঁচিয়ে একটা গোলাপ কিনে বাড়ি ফেরা সহজ না। ওটা করতে নিখুঁত ভালোবাসা লাগে। এই ধূলোর পৃথিবীতে যত সম্পর্ক ভেঙেছে কাঁচের গ্লাসের মতো তার অর্ধেক কারণ ছিল যত্নহীনতা।আমি তোমাকে ভালোবাসি বলেই তুমি সুন্দর, আর তোমাকে যত্ন করলেই তোমার আশপাশও সুন্দর হয়ে ওঠে। পুরুষের যত্নে প্রেম থাকলে নারীর পৃথিবী স্বর্গ হয়ে ওঠে। একজন নারীর সোন্দর্য মূলত তার পুরুষের যত্নের সমান।
লেখক : প্রণব মন্ডল।
২৫ দিন ২২ ঘন্টা ৪৫ মিনিট আগে
২৭ দিন ১৯ ঘন্টা ১৬ মিনিট আগে
২৯ দিন ১৯ ঘন্টা ৪০ মিনিট আগে
২৯ দিন ১৯ ঘন্টা ৪২ মিনিট আগে
৩২ দিন ১৮ ঘন্টা ৮ মিনিট আগে
৩৭ দিন ২০ ঘন্টা ২১ মিনিট আগে
৪৪ দিন ২১ ঘন্টা ৩০ মিনিট আগে
৬০ দিন ৪ ঘন্টা ৫৯ মিনিট আগে