দাম্পত্য জীবনে স্বামী– স্ত্রী পরস্পরের মাঝে প্রেমের রসায়ন থাকাটা জরুরী। বন্ধুত্বপূর্ণ আচরণ, পরস্পরের প্রতি পরস্পরের রোমান্টিক মনোভাব এবং পরস্পরের চাহিদার বিষয়ে পরস্পরের মনোযোগী মনোভাব দাম্পত্য জীবনকে উপভোগ্য করে তোলে।স্বামী কী চায়, তা স্ত্রীর ভালো ভাবেই জানা উচিত। আর স্ত্রী কী চায়, তা স্বামীর জানা উচিত। পরস্পর যখন পরস্পরের এই চাওয়ার বিষয়ে নজর রাখে, খেয়াল রাখে, তখন সেখানে অশান্তি হতে পারে না।এখানে দায়িত্ববোধ এবং দায়বদ্ধতার চাইতে সবচেয়ে জরুরী হচ্ছে, প্রেম এবং ভালোবাসা। প্রেম–ভালোবাসা থেকেই দায়িত্ববোধের জন্ম হয়। সম্পর্কে রসবোধ না থাকলে, সেখানে মানুষ কিছুতেই ভালো থাকতে পারে না। আপনি চাইলে সঙ্গীর কাছে খুব ভালো একজন পার্টনার সেই সাথে বন্ধু হিসাবে থাকতে পারেন। কোনো লুকোচুরি নয়, কোনো দ্বিধা নয়, পরস্পরের মাঝে পরস্পর ডুবে যেতে পারেন। আর পরস্পরের মাঝে ডুবে যেতে প্রয়োজন প্রেম এবং রোমান্টিকতা। দু'জন দু'জনকে পর্যাপ্ত সময় দিন। দুজন একান্ত সময় কাটান। শত ব্যস্ততাকে উপেক্ষা করে দু'জন দু'জনকে নিয়ে ব্যস্ত থাকুন, প্রয়োজনে দূরে কোথাও ঘুরতে যান। দু'জন দু'জনকে উপহার দিন। পরস্পরের মানসিক এবং শারীরিক চাহিদার দিকে নজর দিন।দাম্পত্য জীবনকে উপভোগ্য করে তুলতে প্রয়োজন পরস্পরের মধ্যে প্রেম এবং রোমান্টিক মনোভাব। আর যখন পরস্পরের কাছে পরস্পর খুব ভালো বন্ধু হিসাবে থাকতে পারবেন, তখন দাম্পত্য জীবনে সুখ এমনিতেই নেমে আসবে।
লেখক : প্রণব মন্ডল, কবি এবং শিক্ষার্থী
২৫ দিন ২২ ঘন্টা ৪৫ মিনিট আগে
২৭ দিন ১৯ ঘন্টা ১৬ মিনিট আগে
২৯ দিন ১৯ ঘন্টা ৪০ মিনিট আগে
২৯ দিন ১৯ ঘন্টা ৪২ মিনিট আগে
৩২ দিন ১৮ ঘন্টা ৮ মিনিট আগে
৩৭ দিন ২০ ঘন্টা ২১ মিনিট আগে
৪৪ দিন ২১ ঘন্টা ৩০ মিনিট আগে
৬০ দিন ৪ ঘন্টা ৫৯ মিনিট আগে