পৃথিবীতে কোন কিছুই success নয়! অবাক হচ্ছেন?
এক মৃত ব্যক্তির পকেট থেকে পাওয়া চিঠি :
যখন জন্মালাম বাবা মা ভাবল এটা তাদের success,
যখন হাটতে শিখলাম মনে হল এটাই success,
যখন কথা বলতে শিখলাম মনে হল এটাই success,
ভুল ভাঙল,
এরপর স্কুলে গেলাম, শিখলাম First হওয়াটা success,
এরপর বুঝলাম না আসলে মাধ্যমিকে স্টার পাওয়াটা Success,
ভুল ভাঙল, বুঝলাম উচ্চমাধ্যমিকে এই রেসাল্টটা ধরে রাখাই Success,
এখানেই শেষ নয়,
এরপর বুঝলাম ভালো সাবজেক্ট নিয়ে ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটাই Success,
পরে বুঝলাম না বিশ্ববিদ্যালয় শেষে চাকরী পাওয়াটা Success,
এরপর বুঝলাম না, নিজের টাকায় একটা ফ্ল্যাট কেনাটা Success,
সেটাও নয়, নিজের টাকায় এরপর গাড়ি কেনাটাই আসল Success,
আবার ভুল ভাঙল,
এরপর দেখলাম বিয়ে করে সংসার করাটাই Success,
বছর ঘুরলো, দেখলাম আসলে বিয়ে করে বংশধর এনে তাকে বড় করাটাই Success,
ছেলে হলে সে প্রতিষ্ঠিত হওয়াটাই Success, মেয়ে হলে ভালো বাড়িতে বিয়ে দেওয়াটাই Success,
এরপর এলো রিটায়ারমেন্ট, সারা জীবনের জমানো টাকার সঠিক Utilization ই Success...
এরপর যখন সবাই মিলে চিতায় তুলে দিল, তখন বুঝলাম পৃথিবীতে কোন কিছুই Success নয় ,
পুরো টাই competition, যার মুলে আকাশ ছোঁয়া আকাঙ্ক্ষা, যা কখনো পূর্ণ হয়না।
লেখক : প্রণব মন্ডল, কবি।
২৫ দিন ২২ ঘন্টা ৪৭ মিনিট আগে
২৭ দিন ১৯ ঘন্টা ১৭ মিনিট আগে
২৯ দিন ১৯ ঘন্টা ৪২ মিনিট আগে
২৯ দিন ১৯ ঘন্টা ৪৪ মিনিট আগে
৩২ দিন ১৮ ঘন্টা ১০ মিনিট আগে
৩৭ দিন ২০ ঘন্টা ২২ মিনিট আগে
৪৪ দিন ২১ ঘন্টা ৩২ মিনিট আগে
৬০ দিন ৫ ঘন্টা ১ মিনিট আগে