প্রকাশের সময়: 13-10-2023 12:55:22 am
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) অধ্যয়নরত রাজবাড়ী জেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন "রাজবাড়ী জেলা ছাত্রকল্যাণ সমিতি'র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
উক্ত কমিটিতে সভাপতি করা হয়েছে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের পূরকৌশল বিভাগের শিক্ষার্থী মিজি জুলহাস হোসেন- কে এবং সাধারণ সম্পাদক হয়েছেন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী মোঃ হাবিবুল্লাহ।
রবিবার (৮ সেপ্টেম্বর) সংগঠনটির উপদেষ্টা পরিষদ ৮০ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেয়।
সহ-সভাপতি হয়েছেন, খালিদ হোসেন, কামরুল ইসলাম, তারেক রহমান,শারমিন আক্তার,জুলহাস,শহীদুল, ইউসুফ,রশিদ ও শিরিন আক্তার এবং যুগ্ন সাধারণ সম্পাদক হয়েছেন, দাউদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবির হোসেন মেহেদী।
সংগঠনটির নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি মিজি জুলহাস হোসেন জানান, 'রাজবাড়ী দেশের মধ্যাঞ্চলের ছোট্ট একটা জেলা। উত্তরবঙ্গের জেলা পাবনা তে এই অঞ্চলের মানুষজনের আগমনের বলার মতো একটাই উপলক্ষ, আর সেটা হলো এই বিশ্ববিদ্যালয়। কাজেই রাজবাড়ী থেকে এই বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা শিক্ষার্থীদের মাঝে পরস্পারিক ভ্রাতৃত্ববোধ থাকা টা খুব জরুরি। এই সংগঠন শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্বের মেলবন্ধন হিসাবে কাজ করে আসছে, এবং ভবিষ্যতেও করবে'।
সাধারন সম্পাদক মো: হাবিবুল্লাহ জানান-প্রথমেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, সম্মানিত উপদেষ্টামণ্ডলী ও সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যদের প্রতি, আমাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করার জন্য।পাবিপ্রবি তথা পাবনার বুকে রাজবাড়ীয়ানদের জন্য 'রাজবাড়ী জেলা ছাত্রকল্যাণ সমিতি ' একটা পরিবারের মতো। এই পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্ক,সহযোগিতাপূর্ণ মনোভাব, রাজবাড়ী জেলাকে সকলের কাছে সুপরিচিত করতে এবং জেলা থেকে আগত শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে দাড়াতে আমাদের সদা দৃঢ় প্রকল্পিত।
১৬ দিন ২২ ঘন্টা ২০ মিনিট আগে
২১ দিন ১৮ ঘন্টা ২ মিনিট আগে
২৪ দিন ১৩ ঘন্টা ৪৩ মিনিট আগে
৩৬ দিন ২২ ঘন্টা ৬ মিনিট আগে
৪১ দিন ২০ ঘন্টা ১৫ মিনিট আগে
৭০ দিন ৬ ঘন্টা ২৯ মিনিট আগে
১২৪ দিন ৩ মিনিট আগে
১৩১ দিন ২২ ঘন্টা ৫৫ মিনিট আগে