প্রকাশের সময়: 18-01-2024 01:43:46 pm
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
পাবনায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার পাবনার সদরের রাজাপুরস্থ গুচ্ছ গ্রামে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার বিশিষ্ট শিক্ষাবিদ এবং পাবনা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাহতাব উদ্দিন বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও পাবনা জেলা শাখার উপদেষ্টা আলী আকবর রাজু, পাবনা জেলা শাখার উপদেষ্টা মাহবুবুল আলম ফারুক, পাবনা সদর উপজেলার সভাপতি ফারহানা বেগম, কালের কণ্ঠের পাবনা প্রতিনিধি প্রবীর কুমার সাহা, পাস্ট ডিবেটিং সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাহতাব উদ্দিন বিশ্বাস বলেন, ‘আমাদের দেশের প্রান্তিক পর্যায়ের মানুষ সবসময় অবহেলিত।
তারা সবসময় নাগরিক অধিকারগুলো ঠিকভাবে পায় না। কিন্তু বসুন্ধরা শুভসংঘ দীর্ঘদিন থেকে দেশের প্রান্তিক পর্যায়ের মানুষের জন্য কাজ করে যাচ্ছে। এটা দেখলে আমার ভালো লাগে। সমাজের বিত্তবানদের উচিত সাধারণ মানুষের সাহায্যে এগিয়ে আসা।
বসুন্ধরা শুভসংঘের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণকে আমি সাধুবাদ জানাই। আমি বসুন্ধরা শুভসংঘের সাথে শুরু থেকেই ছিলাম, আগামীদিনেও থাকব। বসুন্ধরা শুভসংঘ তাদের এই ভালো কাজ সব সময় অব্যাহত রাখবো বলে আমি আশা রাখছি।’
বক্তব্য শেষে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে শিশু থেকে পঞ্চম শ্রেণির ১৬ জন শিক্ষার্থীর হাতে বই, খাতা, কলম পেন্সিল এবং খাবার তুলে দেন অতিথিরা।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বসুন্ধরা শুভসংঘের সভাপতি আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্রী তন্ময় কুমারের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক রেজোয়ান হৃদয়, সাংগঠনিক সম্পাদক প্রান্তিক সরকার, দপ্তর সম্পাদক আহসান উল্লা আলিফ, প্রচার সম্পাদক ফিজ্জুল মাহিন, কর্ম ও পরিকল্পনা সম্পাদক ফাতেমা খাতুনসহ বসুন্ধরা শুভসংঘের সদস্যরা।
১৬ দিন ২২ ঘন্টা ২০ মিনিট আগে
২১ দিন ১৮ ঘন্টা ২ মিনিট আগে
২৪ দিন ১৩ ঘন্টা ৪৩ মিনিট আগে
৩৬ দিন ২২ ঘন্টা ৬ মিনিট আগে
৪১ দিন ২০ ঘন্টা ১৫ মিনিট আগে
৭০ দিন ৬ ঘন্টা ২৯ মিনিট আগে
১২৪ দিন ৩ মিনিট আগে
১৩১ দিন ২২ ঘন্টা ৫৫ মিনিট আগে