ড. ইউনূসকে যা বললেন মোদি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ভারত ডোমারে সাংবাদিক নির্যাতন, গ্রেপ্তার-১ ঝিনাইদহে কবরস্থানে বসবাস করছে অসহায় পরিবার, সাহায্যের আহ্বান বাবা-মায়ের শেষকৃত্য সম্পন্ন, জানল না শিশু আরাধ্য সবার পাঠশালার শীর্ষ নেতৃত্বে সিহাব-প্রাণহরি মোংলা বন্দরে নতুন আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে আগ্রহী চীন হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ মধুপুরে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিউটি পার্লারের নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে ইসলামী ছাত্রশিবিরের সাবেক এবং বর্তমান জনশক্তিদের নিয়ে ঈদ পুণর্মিলনী পূর্ব সোনার পাড়া আদর্শ সামাজিক সংঘ এর আলোচনা সভা ও ঈদ পূণর্মিলনী সম্পন্ন। শার্শার বিভিন্ন ইউনিয়নে বিএনপি নেতৃবৃন্দের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় কুলিয়ারচরে ফরিদপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্ভোধন কুলিয়ারচরে স্মারক জয়ন্তী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঈদের ছুটিতে ঝিনাইগাতীর গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের আগমন জমজমাট লালপুরে স্ত্রী সন্তানের ওপর রাগ করে নিজের বাড়িতে আগুন তরুণদের ‘থ্রি-জিরো’ ব্যক্তি হিসেবে নিজেকে তৈরির আহ্বান জানালেন ড. বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর ইউনূস ২-৪ বছর থাকলে দেশ সিঙ্গাপুর-মালয়েশিয়ার পথে এগিয়ে যাবে : ব্যারিস্টার ফুয়াদ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে'

পাবিপ্রবি'র সেচ্ছাসেবী সংগঠন হেল্প এর নতুন কমিটি ঘোষণা


পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পাবিপ্রবি)  এর অন্যতম সেচ্ছাসেবী সংগঠন এর আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। 

 

গত শনিবার প্রধান উপদেষ্টা সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক আওয়াল কবির জয় ,  প্রতিষ্ঠাতা সভাপতি মো: লাবলু হাসান , সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

উক্ত কমিটিতে সভাপতি হয়েছেন, সমাজ কর্ম বিভাগে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মোমেন।


নতুন কমিটতে সহ-সভাপতি হয়েছেন - কিরন হোসেন, আরিফুজ্জামান শান্ত, আশিক আলী, আসমাউল হুসনা, শামীম রেজা, তাসনিমুল হাসান সাইফ।  যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন - সম্পদ সাহা, মুসাব্বির আসান, মিন শাহরিয়ার রহমান নিলয় , মাহফুজ রানা, নাজমুল হুদা ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন, উজ্জল মন্ডল, কৃষ্ণ পাল, নাদির আহমেদ এবং জান্নাতুল মিম।


উক্ত কমিটির নতুন সভাপতি মো: আনোয়ার হোসেন  জানান,সবাইকে শীতের উষ্ণ শুভেচ্ছা। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর যখন জানতে পারি "HELP-হেল্প" নামের একটি সংগঠন আছে ।  যারা সেখানে কাজ করে তারা অন্যের হয়ে কাজ করে নিজেরা খুশি হয়, অন্যের দুঃখে ব্যথিত হয়। মানব সেবাই পরম ধর্ম এই মতবাদে বিশ্বাস করে।

 তাদের সাথে যুক্ত হবার ইচ্ছে পোষণ করি । তাদের সাথে কাজ করতে করতে এই পর্যন্ত।

হেল্পের প্রতিষ্ঠাতা সহ পূর্বের কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ যারা মনে করেছেন আমাকে উপযুক্ত বলে তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। 

আমার ভয় হয় জানি না তাদের মত ভাবনা, চিন্তা , নিবেদিত হতে পারব কিনা । পরক্ষণে সাহসও পায় সেই সকল মানবপ্রেমীদের দেখে যারা এই কমিটিতে রয়েছে। আশা করি তারাই আমার ভয়ের বিপরীতে ভরসা হবে।


অতি শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটিতে এরকম  মানবপ্রেমি যুক্ত হবে যারা অন্যকে সাহায্য করে নিজের আনন্দ খুঁজে পায়।


মানবতার প্রতীক (A symbol of Humanity) HELP-হেল্প পরিবারের সকল শুভাকাঙ্ক্ষীদের দোয়া ও ভালোবাসা।


সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মোমেন বলেন, আমাকে সাধারণ সম্পাদক  হিসেবে মনোনীত করায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি HELP-হেল্প সংগঠনের পক্ষ থেকে সমাজে সকল সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণের জন্য সর্বদা কাজ করে যাবো। আমাদের সমাজে পিছিয়ে পড়া মানুষদের জন্য আমার পক্ষ থেকে তথা আমাদের এই সংগঠনের পক্ষ থেকে সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব সকল ধরণের সুযোগ সুবিধা দিতে আমরা সবাই একসাথে কাজ করে যাবো। সেই সাথে আমাদের কমিউনিটির সকলের মধ্যকার সম্পর্ক যাতে অটুট থাকে সবসময় এই প্রত্যাশা করি।

আরও খবর