রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাবের (আরসিসিসি) আয়োজনে ক্যারিয়ার রোড়ম্যাপ সিজন-৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ অক্টোবর ) সকাল ৯ টায় কলেজ অডিটোরিয়ামে শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ে সচেতন করতে এ রোডম্যাপ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহা: আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মোহা: ওলিউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে কলেজ অধ্যক্ষ বলেন, মানুষ জন্মগ্রহণ করে সফলতা নিয়ে। সকল মানুষ কোন না কোন ভাবে সফল। আমাদের ক্যারিয়ার নিয়ে কিছু করতে হলে, অবশ্যই আমাদের নিয়ম মাপে কিছু করতে হবে। যেগুলো আমাদের ক্যারিয়ার গড়তে সক্ষম হয়। আমাদের ভালো পড়াশোনা ছাড়া, কখনো ক্যারিয়ার সুন্দর হতে পারে না।
তিনি আরও বলেন, চাকরি যে সবাই করবে তা কিন্তু নয়, যে কাজটাই করো, ভালো পরিকল্পনা নিয়েই এগিয়ে যেতে হবে। সময় নষ্ট হলে সময় ফিরে পাওয়া যাবে না। সময় থাকতে সময়ের মূল্য দিতে হবে। সময়ের সৎ ব্যবহার করতে পারলেই সফলতা অর্জন করা সম্ভব। যারা কথা শুনে বেশি বলে কম তারাই সফল।
ক্যারিয়ার বিষয়ের আলোচক হিসেবে ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনের সিনিয়র সহকারী মোসা: নাজমুন নাহার ও নিটোল নিলয়ের সহকারী ব্যবস্থাপক (প্রতিভা অর্জন) মো.মোসাদ্দিকুল ইসলাম ।
এসময় আরও উপস্থিত ছিলেন ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাজেদুর রহমানসহ ক্লাবের সভাপতি প্রান্ত ব্রাহ্মণ ও সাধারণ সম্পাদক শাকিল আহমেদ।
১৩ দিন ৪ ঘন্টা ২৮ মিনিট আগে
১৪ দিন ৪ ঘন্টা ১০ মিনিট আগে
১৫ দিন ১৭ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৬ দিন ১৯ ঘন্টা ১৭ মিনিট আগে
১৮ দিন ৪ ঘন্টা ৯ মিনিট আগে
২২ দিন ৭ ঘন্টা ৫৩ মিনিট আগে
২২ দিন ১৪ ঘন্টা ১৫ মিনিট আগে
২২ দিন ১৭ ঘন্টা ৪০ মিনিট আগে