বিনম্র শ্রদ্ধা আর যথাযোগ্য মর্যাদায় দেশ বরেণ্য রাজশাহী কলেজে পালিত হচ্ছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস । দিবস উপলক্ষে বুধবার (২১ ফেব্রুয়ারি) কালোব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন, জাতীয় পতাকা অর্ধনমিত করা, প্রভাত ফেরি, পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠান ,বইমেলাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
কর্মসূচির শুরুতে একুশের প্রথম প্রহরে রাত ১২ টা এক মিনিটে সকল ভাষা শহীদের স্মরণে রাজশাহী কলেজ শহীদ মিনার এবং দেশের প্রথম শহীদ স্মৃতিস্তম্ভ রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসে ভুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে রাজশাহী কলেজ অধ্যক্ষ অধ্যক্ষ প্রফেসর মোহা: আব্দুল খালেক, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটি ও শিক্ষকবৃন্দ।
ভোরে সূর্যাদয়ের সময় রাজশাহী কলেজ প্রশাসনের সামনে কালো পতাকা ও অর্ধনমিত জাতীয় পতাকা উত্তোলন করে রাজশাহী কলেজ প্রশাসন। এইদিন সকাল সাড়ে সাতটায় সকল শিক্ষক, শিক্ষার্থী ও কলেজের সকল কর্মচারী শহীদদের স্মরণে কালোব্যাজ ধারণ করে। এরপর কলেজের কলেজের অধ্যক্ষের নেতৃত্বে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একুশের প্রভাত ফেরি বের করা হয়। প্রভাত ফেরিটি রাজশাহী কলেজ রবীন্দ্র-নজরুল চত্বর থেকে বের হয়ে রাজশাহী নগরীর প্রাণকেন্দ্র সাহেববাজার জিরো পয়েন্ট, কুমারপাড়া ও আলুপট্টি মোড় প্রদক্ষিণ করে কলেজের শহীদ মিনারের সামনে এসে শেষ হয়।
শহীদ দিবসের কর্মসূচির অংশ হিসেবে সকাল দশটায় রাজশাহী কলেজ মিলনায়তনে আয়োজিত হয় '৫২ ভাষা আন্দোলন; বাঙালী জাতীয়তাবাদ ও বাংলা ভাষার বিকাশ' শীর্ষক আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান। বাদ যোহর কলেজের কেন্দ্রীয় জামে মসজিদে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। বিকেলে প্রশাসন ভবন প্রাঙ্গনে সেমিনার, আলোচনা সভা, পুরষ্কার বিতরণী, কবিতা আবৃত্তি, একুশের গান ও নাটক মঞ্চায়িত হয়। অনুষ্ঠানমালায় সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক।
দিবসটি উপলক্ষে আগের দিন মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) কলেজ শহীদ মিনার প্রাঙ্গনে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে। এ সময় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’ সম্মিলিত কণ্ঠে গানটি পরিবেশন করা হয়।