জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আন্তঃকলেজ ক্রিড়া প্রতিযোগিতায় ফুটবল ইভেন্টে বিভাগীয় পর্যায়ে টাইব্রেকারে রাজশাহী কলেজ ফুটবল টিমকে হারিয়ে চাম্পিয়ন হয়েছে জয়পুরহাট সরকারি কলেজ ফুটবল টিম।
বৃহস্পতিবার (০৯ মার্চ ২০২৩) রাজশাহী বিভাগীয় প্রতিযোগিতার ভেন্যু রাজশাহী কলেজ মাঠে টাইব্রেকারে রাজশাহী কলেজকে (৪-৩) ব্যাবধানে হারায় জয়পুরহাট সরকারি কলেজ ফুটবল টিম।
খেলার প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় রাজশাহী কলেজ। দ্বিতীয়ার্ধে গোল পরিশোধ করে দারুনভাবে খেলায় ফিরে জয়পুরহাট সরকারি কলেজ । ৫০ মিনিটিটের খেলায় আর কোন গোলের দেখা না পাওয়ায় (১-১) গোলে ম্যাচ ড্র হয়। পরে টাইব্রেকারে যায় দুই দল।
এর আগে নকআউট পর্বে সরকারি আজিজুল হক কলেজ বগুড়াকে ও সেমিফাইনালে চাপাইনবাবগঞ্জ সরকারি কলেজকে (৩-০) গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে জয়পুরহাট সরকারি কলেজ।
খেলা শেষে বিজয়ী দলকে অভিনন্দন জানিয়ে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল খালেক বলেন, আমি বিশেষ ভাবে অভিনন্দন জানাচ্ছি জয়পুরহাট সরকারি কলেজকে কারণ তাদের এমন নান্দনিক ফুটবল খেলা দেখে সত্যিই আমি বিস্মিত। তারা অনেক সুন্দর খেলছে বিধায় তারা জিতছে।
তিনি বলেন, আমার ছেলেরাও অনেক সুন্দর খেলছে। খেলায় হার জিত থাকবেই। সুন্দর করে খেলা পরিচালনা করেছে রেফারিরা। আমি তাদের এবং খেলা পরিচালনা কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি।
খেলায় রাজশাহী বিভাগের ৭টি জেলার জেলা চাম্পিয়ন প্রতিনিধি টিম বিভাগীয় খেলায় অংশগ্রহণ করেন। নকআউট পর্বের খেলা শেষে সেমিফাইনালে পাবনাকে (২-১) ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠে রাজশাহী কলেজ।