রাজশাহী কলেজের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক শ্রেণির নতুন শিক্ষার্থীদের ‘রিসিপশন ও ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ মার্চ ) সকালে কলেজ মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে শিক্ষার্থীদের ফুল ও অন্যান্য উপহার সামগ্রী দিয়ে বরণ করে নেওয়া হয় ।
অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহপরিচালক প্রফেসর নেহাল আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধু সুখী-সমৃদ্ধ এক অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলেন। যদি নারী-পুরুষ একসাথে কাজ করে তবেই সম্ভব বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা গড়ে তোলা। বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে চলেছেন। সেই যাত্রায় সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য তিনি শিক্ষার্থীদের হাতে হাত মিলিয়ে কাজ করার আহ্বান জানান।
মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. নিতাই কুমার সাহার সঞ্চালনায় আরোও বক্তব্য রাখেন, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মোঃ হাবিবুর রহমান, রাজশাহী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর আব্দুল খালেক সরকার, রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাঃ ওলিউর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ, রিসিপশন এন্ড ওরিয়েন্টেশন কমিটির আহ্বায়ক মোঃ মাছুদুল হক সিদ্দিকী।
সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- দেশ ও জাতি গঠনের প্রধান হাতিয়ার হচ্ছে শিক্ষা। নিরন্তর সাধনা ও অনুশীলনের মাধ্যমে নিজের মেধাকে আরো বিকশিত ও পরিশীলিত করার জন্য তিনি শিক্ষার্থীদের আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর কালাচাঁদ শীল, রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা, উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউটের পরিচালক প্রফেসর ঋদ্ধা খোন্দকার, টিচার্স টেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর শওকত আলী, শহীদ এএইচএম কামারুজ্জামান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন, রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. মোয়াজ্জেম হোসেন প্রমূখ।
১৩ দিন ৪ ঘন্টা ২৮ মিনিট আগে
১৪ দিন ৪ ঘন্টা ১০ মিনিট আগে
১৫ দিন ১৭ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৬ দিন ১৯ ঘন্টা ১৭ মিনিট আগে
১৮ দিন ৪ ঘন্টা ৯ মিনিট আগে
২২ দিন ৭ ঘন্টা ৫৩ মিনিট আগে
২২ দিন ১৪ ঘন্টা ১৫ মিনিট আগে
২২ দিন ১৭ ঘন্টা ৪০ মিনিট আগে