ষষ্ঠবারের মতো রাজশাহী কলেজে ‘সায়েন্স ফেস্ট ২০২৩’ আয়োজন করতে যাচ্ছে রাজশাহী কলেজ সায়েন্স ক্লাব। বিজ্ঞানের সৌন্দ্যর্যকে উপস্থাপন ও বিজ্ঞানের বিশালতাকে উপলব্ধি করার লক্ষ্যে আগামী ১৭ ও ১৮ মার্চ দুইদিন ব্যাপী কলেজ প্রাঙ্গনে এ সায়েন্স ফেস্টের আয়োজন করতে যাচ্ছে ক্লাবটি।
কলেজ শিক্ষার্থীদের পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা ১৪ মার্চের মধ্যে ফ্রি রেজিস্টেশনের মাধ্যমে অংশগ্রহণের সুযোগ পাবেন। সায়েন্স ফেস্টে জুনিয়র ( ৬ষ্ঠ-৮ম শ্রেণী), মাধ্যমিক ( ৯ম-১০ম শ্রেণী) ও উচ্চ মাধ্যমিক (১১শ-১২শ শ্রেণি) বিভাগে অনুষ্ঠিত হবে ।
এবারের আসরে থাকছে প্রজেক্ট শোকেস, ওয়াল ম্যাগাজিন, স্পিড কিউবিং, সুডোকু সলভিং , ডকুমেন্টারি শো, প্রোগ্রামিং কন্টেস্ট, সায়েন্টিফিক ফটোগ্রাফি কন্টেস্টসহ বেশকিছু অনলাইন ইভেন্ট।
বর্ণাঢ্য এই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশবরেণ্য শিক্ষাবিদ, বুয়েটের সাবেক অধ্যাপক প্রফেসর মোহাম্মদ কায়কোবাদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ইমেরিটাস অধ্যাপক অরুণ কুমার বসাক।
সায়েন্স ফেস্ট প্রসঙ্গে আয়োজকরা বলেন, বিজ্ঞান আমাদের জীবনের সঙ্গে অতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। বিজ্ঞানকে উপেক্ষা করার কোন সুযোগ নেই। তাই বিজ্ঞানের সৌন্দ্যর্যকে উপস্থাপন ও বিজ্ঞানের বিশালতাকে উপলব্ধি করার জন্য আমাদের এই আয়োজন।